Boubazar lynching: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
অভিযোগ, ওই যুবককে মারধর করা হচ্ছে বলে খবর পেয়ে যখন গতকাল পুলিশ ওই হস্টেলে পৌঁছয়, তখনও দীর্ঘক্ষণ পুলিশকে হস্টেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷
কলকাতা: বউবাজারে গণপিটুনি কাণ্ডে হস্টেলের ১৪ জন আবাসিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে ১২ জন ছাত্র, দু জন প্রাক্তন পড়ুয়া রয়েছে৷ মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গতকালই এই ১৪ জনকে আটক করেছিল পুলিশ৷
ইরশাদ আলম নামে বছর ৩৭-এর ওই যুবককে গতকাল বউবাজারের ওই হস্টেলের ভিতরে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ এসেছে পুলিশের হাতে৷ যা থেকে যুবককে পিটিয়ে হত্যার সম্ভাবনাই ক্রমশ দৃঢ় হচ্ছে৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই হস্টেলে সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে৷ সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখেন, গতকাল যে সময়ে ওই যুবককে হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ, সেই সময়ের সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, হস্টেলের ভিতর থেকে ছটি ব্যাট এবং একটি ছোট লাঠি উদ্ধার করেছে পুলিশ৷ সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
অভিযোগ, ওই যুবককে মারধর করা হচ্ছে বলে খবর পেয়ে যখন গতকাল পুলিশ ওই হস্টেলে পৌঁছয়, তখনও দীর্ঘক্ষণ পুলিশকে হস্টেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷ শেষ পর্যন্ত ওই যুবককে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর৷
ওই যুবকের পরিবারেরও অভিযোগ, হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে ওই যুবককে উইকেট, ব্যাট দিয়ে মারধর করা হয়৷ আজ ওই যুবকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার কথা৷ সেই রিপোর্টেই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷ গত বৃহস্পতিবার বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট এলাকার ওই হস্টেল থেকে একটি মোবাইল চুরি হয়৷ ইরশাদ সেই মোবাইল চুরি করেছে সন্দেহে গতকাল হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ চাঁদনি চক এলাকার একটি গ্যারেজে কাজ করত সে৷ ধৃতদের আজ আদালতে পেশ করা হবে৷ এই ঘটনায় প্রায় এক দশক আগে এনআরএস হাসপাতালের হস্টেলের কোরপান শাহ নামে এক যুবককে পিটিয়ে হত্যার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2024 2:30 PM IST