Boubazar lynching: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪

Last Updated:

অভিযোগ, ওই যুবককে মারধর করা হচ্ছে বলে খবর পেয়ে যখন গতকাল পুলিশ ওই হস্টেলে পৌঁছয়, তখনও দীর্ঘক্ষণ পুলিশকে হস্টেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: বউবাজারে গণপিটুনি কাণ্ডে হস্টেলের ১৪ জন আবাসিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে ১২ জন ছাত্র, দু জন প্রাক্তন পড়ুয়া রয়েছে৷ মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গতকালই এই ১৪ জনকে আটক করেছিল পুলিশ৷
ইরশাদ আলম নামে বছর ৩৭-এর ওই যুবককে গতকাল বউবাজারের ওই হস্টেলের ভিতরে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ এসেছে পুলিশের হাতে৷ যা থেকে যুবককে পিটিয়ে হত্যার সম্ভাবনাই ক্রমশ দৃঢ় হচ্ছে৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই হস্টেলে সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে৷ সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখেন, গতকাল যে সময়ে ওই যুবককে হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ, সেই সময়ের সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, হস্টেলের ভিতর থেকে ছটি ব্যাট এবং একটি ছোট লাঠি উদ্ধার করেছে পুলিশ৷ সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
অভিযোগ, ওই যুবককে মারধর করা হচ্ছে বলে খবর পেয়ে যখন গতকাল পুলিশ ওই হস্টেলে পৌঁছয়, তখনও দীর্ঘক্ষণ পুলিশকে হস্টেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷ শেষ পর্যন্ত ওই যুবককে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর৷
ওই যুবকের পরিবারেরও অভিযোগ, হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে ওই যুবককে উইকেট, ব্যাট দিয়ে মারধর করা হয়৷ আজ ওই যুবকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার কথা৷ সেই রিপোর্টেই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷ গত বৃহস্পতিবার বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট এলাকার ওই হস্টেল থেকে একটি মোবাইল চুরি হয়৷ ইরশাদ সেই মোবাইল চুরি করেছে সন্দেহে গতকাল হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ চাঁদনি চক এলাকার একটি গ্যারেজে কাজ করত সে৷ ধৃতদের আজ আদালতে পেশ করা হবে৷ এই ঘটনায় প্রায় এক দশক আগে এনআরএস হাসপাতালের হস্টেলের কোরপান শাহ নামে এক যুবককে পিটিয়ে হত্যার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই
বাংলা খবর/ খবর/কলকাতা/
Boubazar lynching: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement