বাবা রামদেবের পাকাপাকি ঠিকানা এবার লন্ডন !
Last Updated:
বাবা রামদেবের পাকাপাকি ঠিকানা এবার লন্ডন !
#কলকাতা: ভারত কাঁপানোর পর, এবার যোগগুরু বাবা রামদেব পাড়ি দিচ্ছেন লন্ডন! সেখানেই থাকবেন পাকাপাকিভাবে ! তবে, সশরীরে নয় ! রামদেবের মূর্তি বসতে চলেছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। এই খবরে খুশির হাওয়া পতঞ্জলি ঘিরে!
বিষয়টি নিয়ে বেশ উৎসাহিত খোদ বাবা রামদেবও! জানালেন, মাদাম তুসোয় তাঁর মূর্তি বসলে সারা বিশ্বের মানুষ যোগ চর্চায় উৎসাহিত হবেন।
পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা জানিয়েছেন, রামেবের কাছে এক মাস আগে এই প্রস্তাবটি এসেছিল। তারপর বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই একমত হন, মাদা তুসোয় যোগগুরুর মুর্টি বসানো সঙ্গত!
advertisement
বিশ্ববিখ্যাত এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, শাহরুখ খান থেকে সলমন খান, ক্যাটরিনা সহ বিশিষ্ট ভারতীয়র মোমের মূর্তি রয়েছে। এবার তাঁদের পাশেই জায়গা করে নিচ্ছেন গুরু রামদেব!
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2018 7:49 PM IST