জোড়া কালবৈশাখীতে ক্ষতির পরিমাণ জানাল রাজ্য়, মৃতের সংখ্য়া ১৮ ছাড়াল
Last Updated:
গতকাল জোড়া কালবৈশাখীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা ৷ ঘণ্টায় ৮২ থেকে ৯৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া মুহূর্তের মধ্যে তছনছ করেছে তিলোত্তমা সহ বেশ কিছু জেলা ৷
#কলকাতা: গতকাল জোড়া কালবৈশাখীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা ৷ ঘণ্টায় ৮২ থেকে ৯৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া মুহূর্তের মধ্যে তছনছ করেছে তিলোত্তমা সহ বেশ কিছু জেলা ৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগোনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ব্য়াপক ক্ষতিগ্রস্ত ৷ প্রবল ঝড়ে গতি স্তদ্ধ হয়েছে রাজ্যবাসী চরম হেনস্থার শিকার হন সাধারণ মানুষ ৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে কলকাতা ও হাওড়ায় মোট ৩০৩ টি গাছ উপড়ে রাস্তা অবরুদ্ধ করে দেয় ৷ কলকাতায় উপড়ে পড়া ২২৫ টি গাছে বিদ্যুৎ স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে একাধিক এলাকা অন্ধকারে ডুবে যায় ৷
advertisement
দক্ষিণ ২৪ পরগনার ৫৬ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের ও ৪৫০০ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছেন ৷
advertisement
জোড়া কালবৈশাখীর দাপটে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্তের সংখ্যা হাওড়া ২৩, হুগলি ৫২, উত্তর ২৪ পরগনা ১০০, কলকাতা ১০৫০ আংশিক ক্ষতিগ্রস্তের সংখ্যা হাওড়া ৫৩৭, হুগলি ৭২৪, উত্তর ২৪ পরগনা ৭০০, কলকাতা ৪০০, এছাড়াও কলকাতায় ১৫৫ টি পুরনো বাড়ি ভেঙে পড়ে, দক্ষিণ ২৪ পরগনা ৩২৩ সব মিলিয়ে কালবৈশাখীর জোড়া ফলায় বিদ্ধ রাজ্যবাসী ৷
advertisement
মানুষের দুর্ভোগ এখানেই থেমে নেই এসেছে বেশ কয়েক জেলা থেকে এসেছে মৃত্যুর খবরও, জোড়া কালবৈশাখীর বলি সারা রাজ্যে ১৮ ৷ কালবৈশাখীর হাওড়ায় মৃত ৬, হুগলি ১, উত্তর ২৪পরগনা ১, কলকাতা ৮, বাঁকুড়া ২ ৷
প্রশাসন তৎপর থেকে উদ্ধার কাজ চালিয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত গতিতে ত্রাণ পোঁছানো হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 7:11 PM IST

