#Yearender2018: পতি,পত্নী অউর ওহ! সম্পর্কে টানাপোড়েন, মেয়র পদে শোভনের ইস্তফা

Last Updated:
#কলকাতা: মাথার উপর ইডির খাঁড়া। স্ত্রী রত্না চিকি‍ৎসা করাতে লন্ডনে। এই সময়েই বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ান শোভন চট্টোপাধ্যায়। তখনও তিনি কলকাতার মেয়র। রাজ্যের পরিবেশ, দমকল, আবাসন দফতরের মন্ত্রী। দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির দায়িত্বেও। কিন্তু, শোভনের স্ত্রীর সঙ্গে টানাপোড়েন ও বান্ধবীর সঙ্গে সম্পর্কের জল গড়াল অনেকদূর।
- ২০১৭ নভেম্বর মাসে লন্ডন থেকে দেশে ফিরে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রত্না
advertisement
- রত্নার অনুপস্থিতিতে ততদিনে বেহালার পর্ণশ্রীর বাড়ি ছেড়ে গোলপার্কের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়
এরপরেই প্রকাশ্যে আসে শোভন-রত্নার বিবাদের কথা। সামনে আসে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সম্পর্কের কথাও।
advertisement
- সম্পর্কের উত্থানপতনের চাপ পড়ছিল শোভন চট্টোপাধ্যায়ের কাজেও
- কর্তব্যে অবহেলার খবর ছিল দল ও মুখ্যমন্ত্রীর কাছেও
- তাঁর জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা ছেঁটে বার্তা দেওয়া হয়
- দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতির পদ থেকেও ছেঁটে ফেলা হয়
- শোভনের হাত থেকে কেড়ে নেওয়া হয় পরিবেশ দফতরও
advertisement
কিন্তু, সেসবেও হুঁশ ফেরেনি। বরং, ডোন্ট কেয়ার মনোভাবই দেখিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে ও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তখন রেস্তোরাঁ, হোটেল, শপিং মল থেকে আদালত, সর্বত্রই দেখা যাচ্ছিল। বৈশাখীর সঙ্গে সম্পর্ক নিয়েও আর রাখঢাক ছিল না। সর্বসমক্ষেই স্বীকার করে নিয়েছিলেন দু’জনের সম্পর্কের গভীরতার কথা।
advertisement
তারপর, থেকে আইন আদালতের জল যত গড়িয়েছে ততই তিক্ত হয়েছে শোভন-রত্নার সম্পর্ক। শোভনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও জোরালভাবে উঠতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। শোভনের বদলে কানন নামেই তাঁকে ডাকা পছন্দ করতেন তৃণমূল নেত্রী। কিন্তু, শোভনের আচরণে ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শেষপর্যন্ত, শোভনের মন্ত্রিত্ব ও মেয়র পদে দাঁড়ি পড়ল। প্রশ্ন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#Yearender2018: পতি,পত্নী অউর ওহ! সম্পর্কে টানাপোড়েন, মেয়র পদে শোভনের ইস্তফা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement