Baranagar Blast: বিকট শব্দে কাঁপল এলাকা, বরানগরে বাড়ির ছাদ ভেঙে মৃত্য়ু মহিলার! এলাকায় তীব্র আতঙ্ক

Last Updated:

মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চট্টোপাধ্য়ায় রোডে।

বিস্ফোরণে এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি।
বিস্ফোরণে এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি।
#কলকাতা: বরানগরে বিকট শব্দ করে বাড়ির ভিতরেই বিস্ফোরণ। যার জেরে একতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্য়ু হল এক মহিলার। মঙ্গলবার রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে বরানগর এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাচও ভেঙে পড়ে। প্রায় এক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। গ্য়াস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।
মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চট্টোপাধ্য়ায় রোডে। বিস্ফোরণের জেরে বাড়ির ছাদ ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বাড়ির একমাত্র বাসিন্দা সুমিত্রা মাইতি নামে ৫০ বছর বয়সি এক মহিলা। ঘটনার প্রায় তিন ঘণ্টা পরে ধ্বংসস্তূপ সরিয়ে সুমিত্রাদেবীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। সুমিত্রাদেবী বাড়িতে একাই থাকতেন বলে খবর।
advertisement
advertisement
ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত পৌনে দশটা নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচও ভেঙে যায়।
বিস্ফোরণের পর দেখা যায়, সুমিত্রাদেবীর বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অলোকা সাহা নামে সুমিত্রাদেবীর এক প্রতিবেশী জানান, তাঁদের বাড়ির বাথরুমের দরজাও বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে।
advertisement
এলাকার বাসিন্দাদের দাবি, গ্য়াস বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুনের কোনও চিহ্ন ছিল না। বরং গ্য়াসের কটূ গন্ধ প্রতিবেশীদের নাকে এসেছে বলেও দাবি করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় কয়েকজনের আরও দাবি, ঘটনার কিছুক্ষণ আগে সুমিত্রাদেবী বাজার করে এনে রান্না বসিয়েছিলেন।
advertisement
ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বরানগর থানার পুলিশ। পৌঁছয় দমকল বাহিনী। সুমিত্রাদেবী ধ্বংসস্তূপের নীচে এমন ভাবে চাপা পড়েছিলেন যে দেহ উদ্ধার করতেই প্রায় তিন ঘণ্টা সময় চলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছে পুলিস। আজ ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক দল। মৃতার পরিবারের অন্য় কোনও সদস্য় অথবা আত্মীয় আছেন কি না, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
সহ প্রতিবেদন: কল্য়াণ মণ্ডল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baranagar Blast: বিকট শব্দে কাঁপল এলাকা, বরানগরে বাড়ির ছাদ ভেঙে মৃত্য়ু মহিলার! এলাকায় তীব্র আতঙ্ক
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement