হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
২০০৮ সালে পোর্ট অথরিটি এই গোডাউন সিজ করে দিয়েছিল। সেই থেকে গোডাউন বন্ধ ছিল।
#কলকাতা: হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন, চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ ওই গুদামে আগুন লাগে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন, পরে আরও ৪টি ইঞ্জিন যায়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ২০০৮ সালে পোর্ট অথরিটি এই গোডাউন সিজ করে দিয়েছিল। সেই থেকে গোডাউন বন্ধ ছিল।
দীর্ঘদিন গোডাউন বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। পাশাপাশি গুদামের দরজা খুব-ই সরু, তাই ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদামের মধ্যে পুরনো জামাকাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে খবর।
জানা গিয়েছে, সন্ধে সন্ধে ৭.৩০ নাগাদ প্রথম ওই গুদামের ভিতর আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন দমকলে। স্থানীয়রা জানিয়েছেন, পোর্ট ট্রাস্টের ওই জায়গায় বেশ কিছু গুদাম রয়েছে। এই গুদামটি গত আট বছর ধরে বন্ধ পড়েছিল, কেউ থাকত না, ভিতরে মজুত ছিল পুরনো জামা-কাপড়। ঠিক কী কারণে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 11:19 PM IST