উত্তুরে হাওয়ায় নামছে পারদ ! বাতাসে শীতের আগমনি

Last Updated:

আজ শুক্রবারও ভালমতোই ঠাণ্ডা অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

#কলকাতা: এরাজ্যে শীত প্রতিবার একটু পরেই আসে ৷ কিন্তু এবার যেন নভেম্বরের চিত্রটা একটু অন্যরকমই ৷ গতকাল বৃহস্পতিবারই রেকর্ড ঠান্ডার আমেজ অনুভব করা হয়েছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গিয়েছিল ১৬.৯ ডিগ্রিতে ৷ আজ শুক্রবারও ভালমতোই ঠাণ্ডা অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশপাশে ৷ আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে ঠাণ্ডা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷
গতকাল রেকর্ড ঠাণ্ডা পড়েছিল শহরে ৷ গত দশ বছরে এটাই ছিল শীতলতম ১৭ নভেম্বর ৷  কলকাতার পাশাপাশি পুরুলিয়াতে তাপমাত্রা ছিল আরও কম, ১৩ ডিগ্রি সেলসিয়াস ৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ এতটা কমে যেতে গত বেশ কয়েকবছর দেখা যায়নি  ৷
আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের বহু জায়গায় এই নভেম্বরেই থাবা বসিয়েছে শৈত্যপ্রবাহ ৷ তার হাত ধরে ঠাণ্ডার আমেজ এসে পৌছচ্ছে বাংলার অন্দরেও ৷ কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে পুরোপুরি শীত আসতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ কিন্তু বাতাসে যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে, তাতে আগামী ৪৮ ঘণ্টাও একইরকম ঠাণ্ডা অনুভব করা যাবে ৷ রবিবারের পর তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে ৷ বাতাসে জ্বলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ তাই ঠাণ্ডা হাওয়া কিছুটা পোক্ত হওয়ার পরই বলা যাবে যে রাজ্যে ঢুকে পড়েছে শীত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তুরে হাওয়ায় নামছে পারদ ! বাতাসে শীতের আগমনি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement