Police Constable: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে জামাইষষ্ঠী পালন, কাজে ফিরেই কেন এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন কনস্টেবল? দানা বাঁধছে রহস্য
- Published by:Shubhagata Dey
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Police Constable Case Update: গোপালনগরে নিজের সার্ভিস রিভলভার থেকে চলা গুলিতে কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার পর তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। কী ভাবে চলল গুলি, আত্মহননের চেষ্টা হলেও কেনই বা চেষ্টা করলেন বিভাস, এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে ইতিমধ্যেই।
বনগাঁঃ গোপালনগরে নিজের সার্ভিস রিভলভার থেকে চলা গুলিতে কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার পর তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। কী ভাবে চলল গুলি, আত্মহননের চেষ্টা হলেও কেনই বা চেষ্টা করলেন বিভাস, এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে ইতিমধ্যেই। হাসপাতাল সূত্রে খবর, বিভাসের মাথায় গুলি এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছে। মাথার ডানদিক থেকে ঢুকে গুলি বাঁদিক থেকে বেরিয়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক হলেও, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। নতুন করে সংক্রমণ ছড়ানো, কিংবা কোনও স্নায়ুর ক্ষতি হয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন চিকিৎসকরা। কিছু সময় না কাটলে তাকে বিপদমুক্ত বলা এখনই সম্ভব নয়।
ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন এবং অবস্থার তেমন উন্নতি হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে রাখা হয়েছে অবজারভেশনে, চলছে চিকিৎসা।
আরও পড়ুনঃ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, জামাইষষ্ঠী কাটিয়ে কাজে ফেরেন খোশ মেজাজে, রাতেই পুলিশকর্মী ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড…! শোকে আকুল পরিবার
পরিবার সূত্রে জানা গিয়েছে, থানার তরফে অ্যাম্বুল্যান্সে করে বিভাসকে এসএসকেএম নিয়ে আসার পরে তারা মঙ্গলবার ভোরেই এসএসকেএম-এ পৌঁছেছেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ২৮ বছরের বিভাস ঘোষ, কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। মাত্র তিন মাস আগে, ফেব্রুয়ারিতে বিয়ে হয় তার স্ত্রী মৌসুমীর সঙ্গে। বর্তমানে তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে দুর্বার গতিতে বাড়ছে সংক্রমণ, কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, রাজ্যে করোনার প্রথম বলি
পরিবারের মতে, বিয়ের পর থেকে তেমন কোনও সমস্যার কথা জানা যায়নি। এমনকী শনিবার জামাইষষ্ঠীর জন্য বাড়ি এসেছিলেন বিভাস, সেখান থেকেই ডিউটির জন্য বেরিয়ে যান সোমবার বিকেলে। সন্ধ্যায় বাবাকে ফোনও করেছিলেন, তখনও কিছু অস্বাভাবিক বলে মনে হয়নি। বাড়ির ছেলে কোনও কারণে আত্মহত্যা করার চেষ্টা করতে পারেন, সেই কথা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। কখনও সেভাবে অবসাদে থাকতেও তাকে তারা দেখেননি বলেই দাবি।
advertisement
সহকর্মীদের মতে, বিভাস দীর্ঘদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। তবে সেটাই আত্মহত্যার কারণ কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আত্মহত্যার চেষ্টার পেছনে কোনও পারিবারিক বিবাদ বা মানসিক চাপের নির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের তরফে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 1:05 PM IST