Police Constable: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, জামাইষষ্ঠী কাটিয়ে কাজে ফেরেন খোশ মেজাজে, রাতেই পুলিশকর্মী ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড...! শোকে আকুল পরিবার

Last Updated:

Police Constable: নাকা চেকিং চলাকালীন সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা করলেন এক কনস্টেবল। গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা করেন ওই পুলিশকর্মী।

নাকা চেকিং। ছবি সৌজন্যেঃ AI
নাকা চেকিং। ছবি সৌজন্যেঃ AI
বনগাঁ: নাকা চেকিং চলাকালীন সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা করলেন এক কনস্টেবল। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলবার দিয়ে রাত ১০:২০ নাগাদ নিজের মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা করেন ওই পুলিশকর্মী।
পরিবারের তরফে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় প্রাথমিকভাবে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছয় বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ সারাদিন ট্রেনের শব্দে গমগম করত! করোনা থাবা বসাতেই বন্ধ হয় ‘এই’ রেলস্টেশন, আজ শুধুই চামচিকি, সাপের আস্তানা! নাম জানেন?
পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাষ ঘোষ। তিনি গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন। নিজের মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন, কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, বছর তিনেক আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ (২৮)। তিন মাস আগে বিয়ে হয় মৌসুমীর সঙ্গে, বর্তমানে স্ত্রী মৌসুমী তিন মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাইষষ্ঠীতে। এরপর বিকালে কর্মক্ষেত্রে যান। তারপরেই এই ঘটনা।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, সমীর রুদ্র
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Constable: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, জামাইষষ্ঠী কাটিয়ে কাজে ফেরেন খোশ মেজাজে, রাতেই পুলিশকর্মী ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড...! শোকে আকুল পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement