সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বাংলাতেও প্রশ্নপত্র নয় কেন? ট্যুইটারে সরব মমতা

Last Updated:

২০২০ সালের সারা ভারত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা হিন্দি, ইংরাজি ও গুজরাতিতে। তাতেই বিতর্ক তৈরি হয়েছে৷ আঞ্চলিক বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি৷

#কলকাতা: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে (মেইনস) কেন বাংলায় প্রশ্নপত্র থাকবে না? ট্যুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার জোরাল দাবি, সব আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র হওয়া উচিত৷ বাংলা ভাষাতেও জনেট্রে প্রশ্ন করতে হবে৷
advertisement
২০২০ সালের সারা ভারত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা হিন্দি, ইংরাজি ও গুজরাতিতে। তাতেই বিতর্ক তৈরি হয়েছে৷ আঞ্চলিক বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি৷ তীব্র প্রতিবাদ উঠছে নানা মহল থেকে৷ এ বার সরব হলেন তৃণমূল কংগ্রে নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বুধবার ট্যুইটারে মমতা লেখেন, 'হঠাত্‍ গুজরাতি ভাষায় প্রশ্ন তৈরির নির্দেশ৷ এটা কখনওই প্রশংসনীয় নয়৷ আমি গুজরাতি ভাষা পছন্দ করি৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাকে কেন উপেক্ষা৷ শুধু গুজরাতি ভাষাতেই কেন জয়েন্টের প্রশ্ন৷ বাংলাতেও জয়েন্টের প্রশ্ন করতে হবে৷ নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জরুরি৷ সব আঞ্চলিক ভাষার মানুষের প্রতিবাদ জরুরি৷ কেন্দ্রের সিদ্ধান্তে অন্য ভাষার মানুষ ব্যথিত৷'
advertisement
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্রে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষা যুক্ত হওয়ায় সরব হয়েছেন বামনেতা সুজন চক্রবর্তীও৷ কয়েক দিন আগে তিনি ট্যুইট করেন, 'সারা দেশে জয়েন্ট এন্ট্রান্স কী ভাবে ইংরাজি, হিন্দি ও গুজরাতিতে হতে পারে? গুজরাতের তুলনায় বাংলাভাষী পরীক্ষার্থী দ্বিগুণ ও মারাঠিভাষী তিনগুণ বেশি। আঞ্চলিক বৈষম্য নিপাত যাক।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বাংলাতেও প্রশ্নপত্র নয় কেন? ট্যুইটারে সরব মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement