সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বাংলাতেও প্রশ্নপত্র নয় কেন? ট্যুইটারে সরব মমতা
Last Updated:
২০২০ সালের সারা ভারত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা হিন্দি, ইংরাজি ও গুজরাতিতে। তাতেই বিতর্ক তৈরি হয়েছে৷ আঞ্চলিক বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি৷
#কলকাতা: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে (মেইনস) কেন বাংলায় প্রশ্নপত্র থাকবে না? ট্যুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার জোরাল দাবি, সব আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র হওয়া উচিত৷ বাংলা ভাষাতেও জনেট্রে প্রশ্ন করতে হবে৷
Unless this issue is decided gracefully, there will be strong protests all around as sentiments of people who speak other regional languages would be deeply hurt due to this injustice. (4/4)
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019
advertisement
২০২০ সালের সারা ভারত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা হিন্দি, ইংরাজি ও গুজরাতিতে। তাতেই বিতর্ক তৈরি হয়েছে৷ আঞ্চলিক বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি৷ তীব্র প্রতিবাদ উঠছে নানা মহল থেকে৷ এ বার সরব হলেন তৃণমূল কংগ্রে নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
Joint Entrance Exams so long were conducted in English and Hindi languages. Surprisingly, now only Gujarati language has been added. Such a step is not at all praiseworthy. (2/4) — Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019
বুধবার ট্যুইটারে মমতা লেখেন, 'হঠাত্ গুজরাতি ভাষায় প্রশ্ন তৈরির নির্দেশ৷ এটা কখনওই প্রশংসনীয় নয়৷ আমি গুজরাতি ভাষা পছন্দ করি৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাকে কেন উপেক্ষা৷ শুধু গুজরাতি ভাষাতেই কেন জয়েন্টের প্রশ্ন৷ বাংলাতেও জয়েন্টের প্রশ্ন করতে হবে৷ নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জরুরি৷ সব আঞ্চলিক ভাষার মানুষের প্রতিবাদ জরুরি৷ কেন্দ্রের সিদ্ধান্তে অন্য ভাষার মানুষ ব্যথিত৷'
advertisement
Joint Entrance Exams so long were conducted in English and Hindi languages. Surprisingly, now only Gujarati language has been added. Such a step is not at all praiseworthy. (2/4)
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2019
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্রে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতি ভাষা যুক্ত হওয়ায় সরব হয়েছেন বামনেতা সুজন চক্রবর্তীও৷ কয়েক দিন আগে তিনি ট্যুইট করেন, 'সারা দেশে জয়েন্ট এন্ট্রান্স কী ভাবে ইংরাজি, হিন্দি ও গুজরাতিতে হতে পারে? গুজরাতের তুলনায় বাংলাভাষী পরীক্ষার্থী দ্বিগুণ ও মারাঠিভাষী তিনগুণ বেশি। আঞ্চলিক বৈষম্য নিপাত যাক।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2019 1:47 PM IST