Why Babul Supriyo joins TMC| রাজনীতি ছাড়ার বদলে তৃণমূলে কেন! বাবুল যা বললেন...

Last Updated:

Why Babul Supriyo joins TMC| আজ থেকে শুরু নতুন ইনিংস, কেন তৃণমূলে বাবুল সুপ্রিয়!

কেন সিদ্ধান্ত বদলে তৃণমূলে বাবুল সুপ্রিয়।
কেন সিদ্ধান্ত বদলে তৃণমূলে বাবুল সুপ্রিয়।
#কলকাতা: মাস দুয়েকের মহানাটকের অবসনা ঘটল আজ। বিজেপির দীর্ঘ ইনিংস শেষ করে তৃণমূলে এলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo joins TMC)। রাজনীতির কক্ষ পথ ছেড়ে দিয়ে সমাজসেবার পেশা বেছে নেবেন বলেছিলেন। কিন্তু আদতে তা হল না, বাবুল থাকলেন রাজনীতির চৌহদ্দিতেই। কেন এই সিদ্ধান্ত, নিজেই ভাঙলেন বাবুল। জানালেন, "আসানসোলের সংসদ পথ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। আরও বললেন, যা ঘটার শেষ তিন চারদিনে দিনেই হয়েছে।"
বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল।"
advertisement
advertisement
বাবুল বলছেন, তখনই আমি সিদ্ধান্ত বদল করি। এই নতুন দায়িত্ব সম্পর্কে বাবুলের মত, "এটা আমার কাছে বড় অপরচুনিটি দল আমাকে দায়িত্ব দেবে। আমি নিজেই বাংলা ছড়ার কেন্দ্রীয় বাহিনী ছাড়ার চিঠি দিয়েছিলাম।"
বাবুল সুপ্রিয় জানান, সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বাবুলকে লাগে না তবে দল বললে যাবো।"
advertisement
উল্লেখ্য ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, আলবিদা। তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছিলেন রাজনীতির কক্ষ থেকে বিদায় নিতে চলেছেন। বিজেপি তাঁকে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ডাকলেও বাবুল তাতে উৎসাহ দেখাননি। এদিকে শুক্রবারে বাবুলের নিরাপত্তা কমিয়ে আনা হয় কেন্দ্রের তরফের। ২৪ ঘণ্টাও গেলো না। বাবুল চলে এলেন তৃণমূলে। রাজ্য বিজেপির সঙ্গে তাঁর কখনোই সুসম্পর্ক ছিল না। এখন নতুন জার্সিতে বাবুল কতটা মানিয়ে নেন, সেটাই দেখার।
advertisement
Reporter: আবীর ঘোষাল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Why Babul Supriyo joins TMC| রাজনীতি ছাড়ার বদলে তৃণমূলে কেন! বাবুল যা বললেন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement