অযোগ্যরা কি সুযোগ পাবেন? বয়সজনিত ছাড়? SSC-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা! কবে শুনানি?

Last Updated:

SSC-র দ্বিতীয় এসএলএসটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মামলার শুনানি কবে?

অযোগ্যরা কি সুযোগ পাবেন? বয়সজনিত ছাড়? SSC-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, কবে শুনানি?
অযোগ্যরা কি সুযোগ পাবেন? বয়সজনিত ছাড়? SSC-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, কবে শুনানি?
SSC-র (স্কুল সার্ভিস কমিশন) দ্বিতীয় এসএলএসটি (SLST) সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হল। মামলাটি গ্রহণ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১ জুলাই হবে এই মামলার শুনানি। মামলাকারীদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অনিন্দ্য গোপাল মিত্র ও সামিম আহমেদ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন—বিজ্ঞপ্তিতে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ প্রার্থীর মধ্যে কোনও স্পষ্ট বিভাজন নেই।
যাঁরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন না, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারছেন—এটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।যোগ্যদের বয়সজনিত ছাড়ের সুবিধা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে মানা হয়নি। ফলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সুযোগ করে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তা লঙ্ঘিত হচ্ছে। সিনিয়র আইনজীবীদের আবেদন—এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আদালত যেন হস্তক্ষেপ করে।
advertisement
advertisement
বিচারপতি সৌগত ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন—সুপ্রিম কোর্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে। সেই সূচিতে একক বেঞ্চ কোনও পরিবর্তন আনতে পারে না।” তিনি আরও জানান, ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো নিয়েও এই মুহূর্তে আদালত কোনো ভাবনাচিন্তা করছে না।আইনজীবী সামিম আহমেদ জানান, “এসএসসি দ্বিতীয় এসএলএসটি-র রুলের ৩ নম্বর ধারা সরাসরি সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। সেই কারণেই আমরা রুলটিকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছি।”
advertisement
এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই, বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই শুনানিতেই সিদ্ধান্ত হবে, বিজ্ঞপ্তিতে অযোগ্যদের সুযোগ দেওয়া এবং বয়সজনিত ছাড় না দেওয়া—এই বিষয়গুলি কতটা গ্রহণযোগ্য ও আইনসম্মত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অযোগ্যরা কি সুযোগ পাবেন? বয়সজনিত ছাড়? SSC-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা! কবে শুনানি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement