কলকাতা: কবে হবে পঞ্চায়েত ভোট? মে, জুন নাকি সেই জুলাই৷ এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে৷ সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কর্মসূচি ঘোষণা হওয়ার পরে৷
এদিন তিনি ঘোষণা করেছেন, ২৫ এপ্রিল থেকে আগামী দু'মাস তিনি রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় ঘুরে বেরাবেন, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে, আর সেখান থেকেই ঠিক হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, আসলে এর মধ্যেই লুকিয়ে রয়েছে এখনই পঞ্চায়েত ভোট না হওয়ার ইঙ্গিত। যদিও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, এই কর্মসূচির সঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশের কোনও সম্পর্ক নেই৷ যদি ভোট ঘোষণা হয়ে যায়, তাহলে যে অংশ পর্যন্ত কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে, সেই পর্যন্তই করা হবে।
আরও পড়ুন: আজ থেকেই আবহাওয়ার সুর বদল! মাঝে আর কটা মাত্র দিন, তার পরেই ঝেঁপে নামবে বৃষ্টি
এতদিন ধরে নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছিল,পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা তাদের হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, ভোট শেষ হওয়ার পরে প্রথমে গঠন হয় বোর্ড, তারপর প্রথম যেদিন বোর্ড মিটিং হয়, সেই দিন থেকে পরবর্তী পাঁচ বছর এই পঞ্চায়েতের মেয়াদ থাকে। সেই মোতাবেক ২০১৮ সালে রাজ্যের পঞ্চায়েত গুলির মেয়াদ উত্তীর্ণ হওয়ার শেষ দিন ৩১ অগাস্ট।
যদি শাসকদলের কর্মসূচি দেখা যায়, তাহলে দুমাস সময় কাল মানে জুন মাসের তৃতীয় সপ্তাহ। আর এরপরেই যদি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়, তাহলে তা জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দুদিন আগেও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল, বৈশাখ মাসে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আপাতত কোনও সম্ভাবনাই নেই। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, এই বছর যেভাবে গরম পড়েছে তাতে গরম একটু না কমলে কোনওরকম পদক্ষেপ করতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন।
তবে অনেকেই বলছেন গোটা রাজ্যে যেভাবে দাবদাহ চলছে, আগামী কয়েকদিনের মধ্যেই তার হাত থেকে অনেকটাই রেহাই মিলবে সকলের। অন্তত, এই গলদঘর্ম অবস্থায় আর দৌড়ঝাঁপ করতে হবে না। সেই জায়গা থেকে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।