West Bengal Weather Update: ফের নিম্নচাপ অঞ্চল, সঙ্গে এগোচ্ছে ঘূর্ণাবর্তও ! আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:

আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিবৃদ্ধি করবে এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

ফের নিম্নচাপ অঞ্চল, সঙ্গে এগোচ্ছে ঘূর্ণাবর্তও
ফের নিম্নচাপ অঞ্চল, সঙ্গে এগোচ্ছে ঘূর্ণাবর্তও
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। এ ছাড়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিবৃদ্ধি করবে এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আগামী কয়েক দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, শুক্রবার (১৫ অগাস্ট) দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
advertisement
শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু-এক পশলা , মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের পাঁচ জেলায়।
রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
advertisement
মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
★সতর্কতা
দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: ফের নিম্নচাপ অঞ্চল, সঙ্গে এগোচ্ছে ঘূর্ণাবর্তও ! আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement