West Bengal Weather: বাংলায় জারি হল কমলা সতর্কতা! প্রবল বৃষ্টির আশঙ্কা, বইতে পারে ঝড়ও
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Weather: আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতাসহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বেশকিছু জেলায়।
#কলকাতা: আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হল দক্ষিণবঙ্গে। কলকাতাসহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বেশকিছু জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে। নিম্নচাপটি উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। এটি স্থলভাগের ওড়িশার ওপর দিয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী ২/৩ দিনে।
advertisement
advertisement
অন্য একটি নিম্নচাপ ক্রমশ সরে পূর্ব রাজস্থানের উপর রয়েছে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর থেকে এই পূর্ব রাজস্থানের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে সম্বলপুর ও উড়িষ্যার পুরী হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ওড়িশার উপর দিয়ে রয়েছে।
advertisement
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা শহরে। সোমবার ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কমতে পারে আগামী ৪৮ ঘণ্টায়।
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১২.৭ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা। উপকূলের জেলা সহ বেশকিছু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে।
advertisement
রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা তিন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।
১০০ মিলি মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পুরুলিয়া জেলায়। কলকাতাতেও দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা।
30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ পাঁচ জেলায়। দক্ষিণ 24 পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
সোমবারেও অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।
৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে।
advertisement
মঙ্গলবারেও বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
সোমবার ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে।আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কঙ্কন ও গোয়া ওড়িশা এবং ছত্রিশগড়ে। আগামী ৪৩৫ ভারী বৃষ্টি হবে অন্ধপ্রদেশ উপকূল কেরালা তেলেঙ্গানা তামিলনাডু এবং পুদুচেরি ও করাইকালে। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব হরিয়ানা উত্তরাখান্ড রাজস্থান হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 12, 2021 8:19 AM IST







