Darjeeling: নতুন বছরের শুরুতেই স্বস্তি, খুলছে রোহিনীর রাস্তা, দার্জিলিং-সিকিম যাওয়ার সময়ও কমবে
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Darjeeling: প্রায় তিন মাস পর অবশেষে খুলতে চলেছে পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ রোহিনী রাস্তা। আগামী ১ জানুয়ারি থেকে ছোট গাড়ি চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়ার কথা জানিয়েছে জিটিএ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : প্রায় তিন মাস পর অবশেষে খুলতে চলেছে পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ রোহিনী রাস্তা। আগামী ১ জানুয়ারি থেকে ছোট গাড়ি চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়ার কথা জানিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ থাকায় পাহাড় ও সমতলের মধ্যে যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষ ও পর্যটকদের।
advertisement
জানা গিয়েছে, গত ৪ অক্টোবর রাতে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নামে রোহিনী রাস্তায়। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের সংযোগকারী এই রাস্তায় প্রায় ৫০ মিটার অংশ ধসে যায়, ফলে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। এরপর থেকেই পাহাড়ের সঙ্গে সমতলের অন্যতম প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
রাস্তাটি বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে হলে চালকদের দীর্ঘ পথ ঘুরে ১১০ নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোড ব্যবহার করতে হচ্ছিল। ফলে যাত্রাপথ অনেকটাই দীর্ঘ হয়ে পড়ে এবং সময় ও খরচ দুই-ই বেড়ে যায়। এই পরিস্থিতিতে পরিবহণ সংস্থার পাশাপাশি সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
ঘটনার পর থেকেই রোহিনী রাস্তায় দ্রুত মেরামতির কাজ শুরু করে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (GREF)। সূত্রের খবর, আপাতত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী ব্যবস্থা করা হয়েছে। তবে বড় গাড়ির জন্য রাস্তা পুরোপুরি খুলে দিতে এখনও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement








