#কলকাতা: আনুষ্ঠানিকভাবে শনিবারই বাংলা থেকে বিদায় নেওয়ার কথা ছিল বর্ষার। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকেই সকালে শীতের আমেজ পাবে বাঙালি। তবে, পাহাড়ের চিন্তা বাড়িয়ে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে হেমন্তের পরিবেশ (West Bengal Weather)।
আবহাওয়া দফতর সূত্রে বঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হেমন্তের পরিবেশ অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তাপমাত্রা কমবে রবিবার থেকেই। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশারও দেখা মিলবে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বোঝা যাবে বলে জানানো হয়েছে। বেলা বাড়লে অবশ্য উষ্ণতা ও আদ্রতাজনিত সামান্য অস্বস্তি থাকতে পারে।
তবে, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো জায়গায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে নীচের দিকের জেলা মালদা ও দিনাজপুরে অবশ্য শুষ্ক আবহাওয়া অনুভূত হবে।
আরও পড়ুন: বড় খবর! লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম সরল করল রাজ্য, বহু মানুষের সমস্যা মিটল...
প্রসঙ্গত, বর্ষার বিদায় রেখা নাগাল্যান্ডের কোহিমা-শিলচর-কৃষ্ণনগর-বারিপদা-মালকানগিরি হয়ে নালগোণ্ডা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুধু বাংলা নয়, বর্ষা বিদায় নিচ্ছে উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা থেকেও। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া, কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হচ্ছে রবিবার থেকেই। পরিস্থিতি অনুকূল থাকায় ২৬ অক্টোবর, মঙ্গলবারের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!
তবে, বর্ষার বিদায় পর্ব শুরু হতেই উত্তর-পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Weather, West bengal