West Bengal Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি ! গাঙ্গেয় বঙ্গের উপরে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Last Updated:

মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে।

সকাল থেকেই তুমুল বৃষ্টি !
সকাল থেকেই তুমুল বৃষ্টি !
কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপর এখন রয়েছে নিম্নচাপ অঞ্চল। এই কারণে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়-বৃষ্টি হবে না। মঙ্গলবার উত্তরের আট জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
সোমবার সারা রাত ধরেই চলেছে বৃষ্টি ৷ সকালেও বৃষ্টির বিরাম নেই ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও। থাকবে বজ্রপাতের সম্ভাবনা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি ! গাঙ্গেয় বঙ্গের উপরে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement