West Bengal Weather: বৃষ্টিতে রেহাই নেই, দোসর গরম! দুশ্চিন্তার পূর্বাভাস আবহাওয়া দফতরের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: কলকাতা সহ জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
#কলকাতা: জলযন্ত্রণা রয়েছে এখনও কলকাতার নানান জায়গায়। মেঘও রয়েছে শহরের আকাশে। ফলে বৃষ্টির ভ্রুকুটি রয়েছেই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানাল, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিও। কিন্তু তাতে গরমের হাত থেকে রেহাই মিলবে না। বরং এই সপ্তাহে কলকাতা সহ জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি। তবে সোমবার থেকেই পরিস্থিতি বদলাতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ অগাস্ট থেকে ৪ অগাস্ট পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা থাকার কথা ৩১-৩২ ডিগ্রি। এ দিকে সর্বনিম্ন তাপমাত্রাও এক ডিগ্রি বেড়ে ২৮ হওয়ার কথা। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
advertisement
তবে, কিছুটা আশার খবর হল, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে থাকবে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিক বাড়লেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে।
advertisement
প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বেড়ে গিয়েছে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন এখনও। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 01, 2021 8:58 AM IST








