bag committee report: নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাবিকাঠি ছিল 'রুল অফ বিজনেস', বাগ কমিটির রিপোর্ট নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
বাগ কমিটির রিপোর্টেই উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রীর নাম। পরে তা ইডি এবং সিবিআই অন্যতম তদন্তের হাতিয়ার হয়। সুপ্রিম কোর্টেও বাগ কমিটির রিপোর্টের সংক্ষিপ্তসার জন্য আদালত বান্ধব নিযুক্ত হয়৷
কলকাতা: বাগ কমিটির রিপোর্ট৷ যেখান থেকে প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রাথমিক আঁচ প্রতিষ্ঠা পেয়েছিল, যে রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তী কালে এগোয় ইডি-সিবিআই তদন্ত৷ এই প্রথম জনসমক্ষে সেই রিপোর্ট নিয়ে মুখ খুললেন স্বয়ং বাগ কমিটির প্রধান৷ অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ জানালেন, তাঁদের উপরে কোনও রাজনৈতিক চাপ ছিল না৷ এমনকি, রাজ্য সরকারের তরফেও তাঁদের পূর্ণ সাহায্য করা হয়েছিল৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাগ কমিটির চাবিকাঠি ছিল ‘রুল অফ বিজনেস’। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ বলেন, ‘‘শিক্ষা সচিবকে ডেকে পাঠাই। তিনি হাজির হন। তিনিই রুল অফ বিজনেস-এর কথা জানান৷ শিক্ষা দফতরে কার কী ভূমিকা সব লেখা ছিল। শিক্ষা সচিবের ভূমিকা। শিক্ষামন্ত্রীর ভূমিকা।’’ তিনি জানান, ওই জায়গায় স্পষ্ট করা ছিল, কোন কাজটা কার এক্তিয়ারভুক্ত, কোনটা এক্তিয়ারের বাইরে।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে অ্যারেস্ট করুন!’, ব্যারিকেড ভেঙে এগোলেন নওশাদ, ভাঙড় যাওয়ার পথে তুমুল উত্তেজনা
এর পাশাপাশি, রাজ্য সরকারেরও ভূয়সী প্রশংসা করেন তিনি৷ বলেন, ‘‘আমার কমিটির উপর কোনও সরকারের চাপ ছিল না। রাজনৈতিক চাপ ছিল না। রাজ্য সরকার সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি কাজ করেছে। এখানে কেউ নাক গলাতে পারেনি। সঠিক যা, সেটারই রিপোর্ট দিয়েছি। পুরোটা বলতে পারব না।’’
advertisement
advertisement
বাগ কমিটির রিপোর্টেই উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রীর নাম। পরে তা ইডি এবং সিবিআই অন্যতম তদন্তের হাতিয়ার হয়। সুপ্রিম কোর্টেও বাগ কমিটির রিপোর্টের সংক্ষিপ্তসার জন্য আদালত বান্ধব নিযুক্ত হয়৷
আরও পড়ুন: বিরোধী-বৈঠকের আগের দিনই বড় আপডেট! কংগ্রেসের ঘোষণায় ‘সন্তুষ্ট’ আপ, মিটবে সমস্যা?
রবিবার ভারত সভা হলে একটি সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বাগ। সেই মঞ্চে প্রশ্নোত্তর পর্বে বাগকমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য করেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 16, 2023 8:18 PM IST