পুলিশকে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির, উৎসবের মরশুমে সতর্ক থাকার নির্দেশ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
শনিবার প্রতিটি জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারেরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি৷
#কলকাতা: পুলিশ সুপারদের ফের কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর। অপহরণ এবং মিসিং কমপ্লেন হলে নজর দিয়ে দেখতে হবে। ডিজি বললেন, ‘‘আপনারা এই বিষয়গুলো সিরিয়াসলি নিন। অবহেলা করবেন না। এক জেলার পুলিশের সঙ্গে যাতে আরও এক জেলায় পুলিশের কোনওরকম সমন্বয়ে অভাব না হয়, সেই দিকে নজর দিতে হবে। অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে৷ আপনারা কিন্তু সতর্ক থাকুন’’।
বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। পাশাপাশি, উৎসবের মরশুমের শেষ লগ্নে এসেও তিনি সতর্ক করলেন পুলিশ প্রশাসনকে৷ বললেন, ‘‘ছটপুজো জগদ্ধাত্রী পুজো ও কালীপুজোয় বিসর্জনের সতর্ক থাকবেন। কোনও রকম অসতর্কতা বরদাস্ত করা হবে না। প্রতিটি ঘাটে যাতে ডিএমজি থাকে, সেই বিষয় আপনারা নিশ্চিত করবেন।’’
আরও পড়ুন: বৌবাজারে এলাকা পরিদর্শনে ফিরহাদ হাকিম-সহ মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে
advertisement
advertisement
আরও পড়ুন: বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বার হওয়া বন্ধ, এখনও উদ্ধার ১৮৩ জন
শনিবার প্রতিটি জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারেরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি৷ বিকেল থেকে সেই বৈঠক হয়। সেই বৈঠকে এই নির্দেশ তিনি দেন বলেই নবান্ন সূত্রে খবর। ডিজি ছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 10:42 PM IST