West Bengal Municipal Election 2022: রাজ্যের পুলিশ দিয়েই ভোট হোক বাকি পুরসভাগুলিতে, চাইছে কমিশন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Election 2022: ভোট নির্বিঘ্নে করতে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে আসছে বিরোধিরা।
#কলকাতা: রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়েই বাকি ১০৮টি পুরসভার (West Bengal Municipal Election 2022) ভোট হোক, এমনটাই চাইছে রাজ্যের নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এই ফর্মুলাতেই হাঁটতে চাইছে কমিশন। আপাতত ভরসা রাখতে চাইছে রাজ্য পুলিশের উপরেই। বিরোধীদের তরফ এ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি উঠেছে বারবার (West Bengal Municipal Election 2022)। কলকাতা পুরসভা এবং বাকি চারটি পুর নিগমের নির্বাচনের ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকাকে ইতিবাচক হিসেবেই দেখছে কমিশন। সেক্ষেত্রে ১০৮ টি পুরসভার ভোট ও রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছে। তবে কত সংখ্যক বাহিনী দিয়ে ভোট হবে তা এখনও স্পষ্ট নয়।
যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট (West Bengal Municipal Election 2022) করানো হবে নাকি তার জন্য রাজ্যের মতামত চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর রাজ্য সেই দাবি কার্যত খারিজ করে দিয়েছে।
advertisement
ভোট নির্বিঘ্নে করতে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে আসছে বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সর্বত্র নিরাপত্তাহীনতায় ভোগার কথাও বলেছে বিরোধী দলগুলি। তবে সবচেয়ে বেশি সুর চড়িয়েছে বিজেপি। একাধিক ক্ষেত্রে প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে, জোর করে মনোনয়ন প্রত্যাহারের মতো অভিযোগও উঠেছে।
advertisement
যদিও রাজ্যের তরফ থেকে বারবারই বলা হয়েছে, ভোটে নিরাপত্তা দিতে রাজ্যের পুলিশই যথেষ্ট। রাজ্যের পুলিশ সতর্ক ভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। সেই মতোই রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়েই বাকি পুরসভার ভোট পরিচালনা করা সম্ভব হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 7:58 PM IST