হোম /খবর /কলকাতা /
ইভিএম-এই পুরভোট, কিন্তু থাকছে না ভিভিপ্যাট! প্রস্ততি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

Kolkata Howrah Civic Polls: ইভিএম-এই পুরভোট, কিন্তু থাকছে না ভিভিপ্যাট! প্রস্ততি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

মঙ্গলবার পুরভোটের গণনা৷

মঙ্গলবার পুরভোটের গণনা৷

এ দিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব (Kolkata Howrah Civic Polls)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতা এবং হাওড়ায় পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ ভোটের প্রস্তুতি নিয়ে এ দিন দুপুরে রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক দফা বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস৷

এ দিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব৷ সূত্রের খবর, এক ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠকে ইভিএম, বুথ, ভোট গ্রহণ কেন্দ্রের পরিকাঠামো, ভোট কর্মী, সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কোভিড বিধি মেনে ভোট করা নিয়েই মূলত আলোচনা হয়৷ দুই পুরসভার নির্বাচনের জন্য কত বাহিনী প্রয়োজন, তা নিয়েও কথা হয়েছে৷

আরও পড়ুন: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের

এ দিনের বৈঠকে আলোচনার ভিত্তিতে বাহিনী ও বাহিনী বিন্যাসের খসড়া তৈরি করে আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠাবেন নির্বাচন কমিশনার।প্রয়োজনে রাজ্য প্রশাসনের সঙ্গে ফের বৈঠক করবেন কমিশনার।

প্রাথমিক ভাবে কলকাতা পুলিশকে দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত হয়েছে এ দিনের বৈঠকে। প্রয়োজনে জেলা পুলিশকেও কাজে লাগানো হতে পারে।

সব বুথেই সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করানো লক্ষ্য কমিশনের। সশস্ত্র বাহিনীর সঙ্গে লাঠিধারী সাধারণ পুলিশও থাকবে। সঙ্গে থাকবে হোমগার্ড।

আরও পড়ুন: মাঝ নভেম্বরেও ভাসবে বাংলা, সাত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য জানিয়েছেন, পুরভোটে ইভিএম ব্যবহৃত হলেও তাতে ভিভিপ্যাড থাকবে না৷ কারণ কমিশনের কাছে এম-১ এবং এম-২ ইভিএম রয়েছে৷ কিন্তু ভিভিপ্যাডের সুবিধে থাকে এমথ্রি ইভিএমে৷ যা এই মুহূর্তে কমিশনের হাতে নেই৷

ইতিমধ্যেই হাওড়া পুরসভা থেকে বালিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আগামী বুধবার বিধানসভায় হাওড়া কর্পোরেশন থেকে বালিকে বাদ দেওয়ার লক্ষ্যে সংশোধনী পাশ হয়ে গেলেই হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডের ভোটার তালিকা ধরে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে৷ ১ জানুয়ারি ২০২১- এর ভোটার তালিকার ১ নভেম্বর পর্যন্ত যে আপডেশন হয়েছে তাকে চূড়ান্ত ধরে ভোট হবে।

ইতিমধ্যেই বিজেপি দাবি করেছে, সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে৷ কলকাতা এবং হাওড়ায় আগে পুরভোট হলেও সব পুরসভার ভোট করিয়ে একসঙ্গে ফলপ্রকাশের দাবি জানিয়েছে তারা৷ আদালতের দ্বারস্থও হয়েছে বিজেপি৷ যদিও রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যে ভোটের প্রস্তুতি থামিয়ে রাখবে না, এ দিনের বৈঠকেই তা পরিষ্কার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Howrah, KMC, KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021