Kolkata Howrah Civic Polls: ইভিএম-এই পুরভোট, কিন্তু থাকছে না ভিভিপ্যাট! প্রস্ততি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

Last Updated:

এ দিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব (Kolkata Howrah Civic Polls)৷

মঙ্গলবার পুরভোটের গণনা৷
মঙ্গলবার পুরভোটের গণনা৷
#কলকাতা: কলকাতা এবং হাওড়ায় পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ ভোটের প্রস্তুতি নিয়ে এ দিন দুপুরে রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক দফা বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস৷
এ দিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব৷ সূত্রের খবর, এক ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠকে ইভিএম, বুথ, ভোট গ্রহণ কেন্দ্রের পরিকাঠামো, ভোট কর্মী, সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কোভিড বিধি মেনে ভোট করা নিয়েই মূলত আলোচনা হয়৷ দুই পুরসভার নির্বাচনের জন্য কত বাহিনী প্রয়োজন, তা নিয়েও কথা হয়েছে৷
advertisement
advertisement
এ দিনের বৈঠকে আলোচনার ভিত্তিতে বাহিনী ও বাহিনী বিন্যাসের খসড়া তৈরি করে আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠাবেন নির্বাচন কমিশনার।প্রয়োজনে রাজ্য প্রশাসনের সঙ্গে ফের বৈঠক করবেন কমিশনার।
প্রাথমিক ভাবে কলকাতা পুলিশকে দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত হয়েছে এ দিনের বৈঠকে। প্রয়োজনে জেলা পুলিশকেও কাজে লাগানো হতে পারে।
advertisement
সব বুথেই সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করানো লক্ষ্য কমিশনের। সশস্ত্র বাহিনীর সঙ্গে লাঠিধারী সাধারণ পুলিশও থাকবে। সঙ্গে থাকবে হোমগার্ড।
রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য জানিয়েছেন, পুরভোটে ইভিএম ব্যবহৃত হলেও তাতে ভিভিপ্যাড থাকবে না৷ কারণ কমিশনের কাছে এম-১ এবং এম-২ ইভিএম রয়েছে৷ কিন্তু ভিভিপ্যাডের সুবিধে থাকে এমথ্রি ইভিএমে৷ যা এই মুহূর্তে কমিশনের হাতে নেই৷
advertisement
ইতিমধ্যেই হাওড়া পুরসভা থেকে বালিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আগামী বুধবার বিধানসভায় হাওড়া কর্পোরেশন থেকে বালিকে বাদ দেওয়ার লক্ষ্যে সংশোধনী পাশ হয়ে গেলেই হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডের ভোটার তালিকা ধরে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে৷ ১ জানুয়ারি ২০২১- এর ভোটার তালিকার ১ নভেম্বর পর্যন্ত যে আপডেশন হয়েছে তাকে চূড়ান্ত ধরে ভোট হবে।
advertisement
ইতিমধ্যেই বিজেপি দাবি করেছে, সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে৷ কলকাতা এবং হাওড়ায় আগে পুরভোট হলেও সব পুরসভার ভোট করিয়ে একসঙ্গে ফলপ্রকাশের দাবি জানিয়েছে তারা৷ আদালতের দ্বারস্থও হয়েছে বিজেপি৷ যদিও রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যে ভোটের প্রস্তুতি থামিয়ে রাখবে না, এ দিনের বৈঠকেই তা পরিষ্কার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Howrah Civic Polls: ইভিএম-এই পুরভোট, কিন্তু থাকছে না ভিভিপ্যাট! প্রস্ততি শুরু রাজ্য নির্বাচন কমিশনের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement