TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের

Last Updated:

গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ()৷

লুইজিনহো ফেলেইরো৷
লুইজিনহো ফেলেইরো৷
#কলকাতা: সুস্মিতা দেবের পর এবার লুইজিনহো ফেলেইরো৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভায় মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস (TMC)৷ অর্পিতা ঘোষের পদত্যাগ করায় রাজ্যসভায় একটি আসন খালি হয়েছিল৷ সেই আসনেই লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল (TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha)৷
গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Louizinho Faleiro) গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ গোয়ার মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দীর্ঘদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতেও কংগ্রেসের সংগঠনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ গোয়ার পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলিকেও পাখির চোখ করেছে তৃণমূল৷ সবমিলিয়ে গোয়ার প্রবীণ এই রাজনীতিকের অভিজ্ঞতাকে সর্বভারতীয় স্তরে কাজে লাগাতে চাইছে ঘাসফুল শিবির৷
advertisement
advertisement
নভেম্বরের শেষ দিকেই রাজ্যসভার এই আসনটিতে ভোটগ্রহণ হবে৷ রাজ্য বিধানসভার এই মুহূর্তে যা সমীকরণ, তাতে জহর সরকার, সুস্মিতা দেবদের মতো লুইজিনহো ফেলেইরোরও রাজ্যসভায় যাওয়া সময়ের অপেক্ষা৷
আজ সকালেই কলকাতায় এসেছেন লুইজিনহো ফেলেইরো৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তিনি৷ সম্ভবত আগামী মঙ্গলবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে বিধায়ক পদেও ইস্তফা দিয়েছিলেন ফেলেইরো৷
advertisement
গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল৷ লুইজিনহো ফেলেইরোকে দলে টেনে শুরুতেই গোয়ায় নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ প্রবীণ এই নেতার বহু অনুগামীও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোয়া সফর করে এসেছেন৷ গোয়া যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ শুধু রাজ্যসভার মনোনয়ন নয়, লুইজিনহো ফেলেইরোকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বও দিয়েছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement