West Bengal School Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া মোড়, মূল ওএমআর শিট ও পর্ষদে জমা হওয়া নম্বরে বিস্তর ফারাক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
প্রায় ৩০ লক্ষ চাকরি প্রার্থীর অরিজিনাল ওএমআর শিটের ডিজিটাল কপি একাধিক নথি, তালিকা মিলেছে মুম্বই থেকে। যা এনে পরীক্ষা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মূল্যায়নপত্র থেকেই নয়া মোড় তদন্তে বলে দাবি সিবিআইয়ের।
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ ওএমআর শিট কেলেঙ্করিতে নয়া মোড়। মূল মূল্যায়ন ও পর্ষদে জমা হওয়া চাকরি প্রার্থীদের নম্বরে বিস্তর ফারাক, দাবি সিবিআইয়ের। সম্প্রতি ওএমআর শিটের কারচুপির তদন্তে বাণিজ্য নগরী মুম্বইয়ে অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযানে মুম্বইয়ের ওই সংস্থা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মূল মূল্যায়নপত্র। প্রায় ৩০ লক্ষ চাকরি প্রার্থীর অরিজিনাল ওএমআর শিটের ডিজিটাল কপি একাধিক নথি, তালিকা মিলেছে মুম্বই থেকে। যা এনে পরীক্ষা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মূল্যায়নপত্র থেকেই নয়া মোড় তদন্তে বলে দাবি সিবিআইয়ের।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এস বসু রায় অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে মুম্বইয়ের সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের ওএমআর শিট মূল্যায়নের জন্য, অর্থাৎ মুম্বইয়ের ওই সংস্থা ২০১৪ সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিটের মূল্যায়ন করে। এরপর চাকরিপ্রার্থীরা কে কত নম্বর পেয়েছিলেন সেই তালিকা ও তার সপক্ষে ওএমআরের কপি তুলে দিয়েছিল।
advertisement
advertisement
মূল ওএমআর শিটের নম্বর ও প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা পড়া তালিকার মূল্যায়নে বিস্তর ফারাক পাওয়া গিয়েছে তদন্তে। এস বসু রায় অ্যান্ড কোম্পানির তরফে মূল্যায়ন নম্বর পর্ষদকে দেওয়া হয়। সিবিআই সূত্রে দাবি, এই হাত বদলেই নম্বর কারচুপি করা হয়েছে। কিন্তু কার নির্দেশে এই কারচুপি? খুঁজছে সিবিআই। মুম্বইয়ের ওই সংস্থার এক কর্তাকে এবার তলব করতে চলেছে সিবিআই। বেশ কিছু নথি চাওয়া হয়েছে প্রাথমিক পর্ষদ থেকেও।
advertisement
পুজোর আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই কর্তা কৌশিক মাজি ও পার্থ রায়কে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, ঠিক একইভাবে এসএসসির নম্বর কেলেঙ্কারিতেও দিল্লির একটি সংস্থার যোগ উঠে এসেছিল। নাইসার তরফে ওই সংস্থার কাছে ২০ লক্ষ চাকরি প্রার্থীর মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল। দিল্লিতে অভিযান চালিয়ে সমস্ত ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করেছিল সিবিআই। তাই সিবিআইয়ের দাবি শিক্ষাক্ষেত্রে নিয়োগে দফতরেরই কর্তাদের একাংশের নির্দেশে এই কারচুপি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 12:23 PM IST