কেমন পড়াচ্ছেন শিক্ষকরা? স্কুলে স্কুলে এবার হবে এই বিষয়গুলিতে পরীক্ষা
- Published by:Suvam Mukherjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Teacher: ক্লাসরুমে শিক্ষকরা যা পড়াচ্ছেন, তা কতটা উপযোগী হচ্ছে স্কুল পড়ুয়াদের? সেইসব সরেজমিনে বুঝতেই এবার স্কুলে স্কুলে গুণমান যাচাইয়ের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
#কলকাতা: রাজ্যজুড়ে স্কুলে স্কুলে পড়ুয়াদের গুণমান কতটা উন্নতি হল? ক্লাসরুমে শিক্ষকরা যা পড়াচ্ছেন, তা কতটা উপযোগী হচ্ছে স্কুল পড়ুয়াদের? সেইসব সরেজমিনে বুঝতেই এবার স্কুলে স্কুলে গুণমান যাচাইয়ের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
আগামী ১২ ডিসেম্বর রাজ্য জুড়ে স্কুলগুলিতে হবে "স্টেট এচিভমেন্ট সার্ভে"। কেন্দ্রীয় সরকারের "ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে"-তে এ পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে নবম স্থান দখলে রেখেছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার পড়ুয়াদের শিক্ষার গুনমান সম্পর্কে বুঝতে চাইছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে। তার জেরেই এই সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের বলেই মনে করা হচ্ছে।
advertisement
মূলত তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের এই গুণমান যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে। মোট ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য। অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের ৪০ ও ৫০ নম্বরে হবে পরীক্ষা। মূলত অঙ্ক, পরিবেশ বিদ্যা, সোশ্যাল সাইন্স এবং প্রথম ভাষার উপর হবে এই সার্ভে বা সমীক্ষা।
advertisement
advertisement
তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এই পরীক্ষা হবে প্রথম ভাষা, অঙ্ক ও পরিবেশ বিদ্যার উপর। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, পরিবেশ বিদ্যার উপরে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সাইন্সের উপর। দশম শ্রেণির প্রথম ভাষা, ইংরেজি, অঙ্ক, সাইন্স ও সোশ্যাল সাইন্সের উপর হবে এই স্টেট এচিভমেন্ট সার্ভে বা পরীক্ষা।
advertisement
আরও পড়ুন, 'হয়তো একশোতে একশো পাবে বিজেপি,' গুজরাত ভোট নিয়ে বিস্ফোরক মমতা
মূলত স্কুলে স্কুলে পড়ুয়াদের শিক্ষার মান কতটা উন্নতি হচ্ছে, তা বুঝতেই এই সমীক্ষা করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। চলতি বছর থেকেই এই সমীক্ষা স্কুলে স্কুলে শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার থেকে প্রতিবছরই এই সমীক্ষা পর্ব হবে বলেই রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
advertisement
ইতিমধ্যেই এই সমীক্ষার প্রস্তুতি ও নেওয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই সমীক্ষা কীভাবে স্কুলে হবে তার জন্য বিস্তারিত গাইডলাইন স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। এমনটাই খবর স্কুল শিক্ষা দফতরের বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 05, 2022 2:58 PM IST