West Bengal: ফের কেন্দ্রের পরিসংখ্যানে বাংলার স্বীকৃতি, মাংস-দুধ-ডিমে নজির গড়ল বাংলা!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal: দুধ উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ -২৩ অর্থবর্ষে দুধ উৎপাদনে এ রাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে উৎপাদন বৃদ্ধির হারে।
কলকাতা: ফের কেন্দ্রের পরিসংখ্যানে বাংলার স্বীকৃতি। এবার স্বীকৃতি দেওয়া হল দুধ, মাংস, ডিম উৎপাদনে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যে পরিসংখ্যানেই রাজ্য সরকারকে এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর ২০২২ ২৩ অর্থবর্ষে কোন রাজ্য কত পরিমান ডিম দুধ ও মাংস উৎপাদন করতে পেরেছে ও বৃদ্ধির হার কত হয়েছে তা নিয়ে একটি পরিসংখ্যান গত ২৬ শে নভেম্বর প্রকাশ করেছে কেন্দ্র। সেই পরিসংখ্যানেই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। যাকে কার্যতো ইতিবাচক হিসেবেই দেখছেন রাজ্যে প্রশাসনিক মহল। ২০২২ ২৩ অর্থবর্ষে দিন উৎপাদনে রেকর্ড পরিমাণ বৃদ্ধির হার হয়েছে।২০.১ শতাংশ বৃদ্ধির হার ডিম উৎপাদনে। ডিম উৎপাদন বৃদ্ধির হার সবথেকে বেশি হওয়ায় গোটা দেশের মধ্যে চতুর্থ স্থান পেয়েছে ডিম উৎপাদনে এ রাজ্য।
পাশাপাশি দুধ উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ -২৩ অর্থবর্ষে দুধ উৎপাদনে এ রাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে উৎপাদন বৃদ্ধির হারে। এবারে রাজ্য দুধ উৎপাদনে ৮.৬৫ শতাংশ বৃদ্ধির হার হয়েছে। পাশাপাশি মাংস উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ ২৩ অর্থবর্ষে এরাজ্য দ্বিতীয় স্থান দখল করেছে গোটা দেশের মধ্যে মাংস উৎপাদন বৃদ্ধির হারে।
advertisement
advertisement
গোটা দেশের মধ্যে ১১.৯ শতাংশ মাংস উৎপাদন করেছে এরাজ্য। যাকে ইতিবাচক হিসেবেই দেখছে রাজ্যের প্রশাসনিক মহল। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক প্রশাসনিক বৈঠকে দুধ, ডিম ও মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরতার কথা বলেছেন। শুধু তাই নয়, একাধিক প্রশাসনিক বৈঠকে বিভিন্ন জেলার বণিক সভাদের উদ্দেশ্যে এ রাজ্যে ডিম উৎপাদন করার জন্য বিনিয়োগকারীদের আহ্বানও জানিয়েছিলেন।
advertisement
ডিম উৎপাদনে করার ক্ষেত্রে এ রাজ্যে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে বলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকে সেই জায়গা তুলে ধরেছেন। রাজ্যের প্রশাসনিক মহলের মতে বর্তমানে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরা ডিম উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যকে ডিম আমদানি করতে হতো। কিন্তু সেই আমদানি নির্ভরতা অনেকটাই কাটিয়ে উঠেছে রাজ্য। সেই আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠার জন্যই রাজ্য নজির বিহীনভাবে মাংস,দুধ, ডিম উৎপাদনে নজিরবিহীনভাবে সাফল্য পেল বলেই মত প্রশাসনিক মহলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 11:08 PM IST