তিন মাস নয়, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসেই? বড় ইঙ্গিত অরূপ বিশ্বাসের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মন্ত্রী জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
#কলকাতা: রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভায় এ নিয়ে নিজের মত প্রকাশ করেন অরূপ বিশ্বাস। তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসেই বিল দেওয়ার পক্ষে ও বিপক্ষে মত পাওয়া গিয়েছে জনসাধারণের তরফে। মন্ত্রী জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেয়। এই তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার বিধায়কের প্রস্তাবে পরিপেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুত দফতর জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দু'রকম মত পেয়েছেন। যদিও পরীক্ষামূলক ভাবে কলকাতা পুরসভার ১১১/১১২/১১৩/১১৪ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা বিদ্যুৎ পর্ষদের অধীনে। সেই সমস্ত এলাকায় মাসিক বিল চালু করা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান।
advertisement
আরও পড়ুন: ঘুপচি ঘরে গ্যাস সিলিন্ডার রেখে কাজ, ভয়ঙ্কর বিপদেও হুঁশ নেই বউবাজারের!
এদিন বিদ্যুৎ চুরি আটকাতে বিধায়কদের সহযোগিতাও চাইলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি, মানুষকে সচেতন করতে ভূমিকা নিতে আবেদন জানালেন তিনি। বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ফলে তার ছিঁড়ে মানুষের মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। সে বিষয়েও সতর্কতার আর্জি জানান মন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: ৭ বছর পর হাওড়া-বিষ্ণুপুর রেলের কাজ শুরুর ইঙ্গিত, শর্ত ভাবাদিঘির সুস্বাস্থ্য
কিছুদিন আগেই বসিরহাটে বিদ্যুৎ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিদ্যুৎ চুরির অপরাধে ক্ষতিপূরণ বিল পাঠায় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। বদলে বিদ্যুৎ দফতরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হানা কয়েকজন দুষ্কৃতীর। নিগ্রহ করা হয় দফতরের উপস্থিত সরকারি আধিকারিকদের। ভাঙচুর চালান হয় পরিষেবা কেন্দ্রে। চারজন কর্মচারীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন পর্ষদের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 1:40 PM IST