CBI | Nandigram: ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, এবার আসরে CBI! তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CBI | Nandigram: নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে আজ সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতর সিপিটি গেস্ট হাউসে ডাকা হয়েছিল।
#নন্দীগ্রাম: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে হইচইয়ের মধ্যেই নন্দীগ্রামের তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই! সিবিআই-এর মামলার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের তিন তৃণমূল নেতা আবু তাহের, সেখ খুশনবি এবং সেখ আমানুল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া আদালত।
নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে আজ সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতর সিপিটি গেস্ট হাউসে ডাকা হয়েছিল। নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, শেখ খুশনবি এবং স্থানীয় তৃণমূল নেতা শেখ আমানুল্লাকে তলব করেছিল সিবিআই।
advertisement
advertisement
ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবৎ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করেছে।
advertisement
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন অর্থাৎ গত ৩ মে নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় নন্দীগ্রামের চিল্লোগ্রাম এলাকায় গুরুতর জখম হন দেবব্রত মাইতি। এর পর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ১৩ মে দেবব্রতর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই ঘটনাতেই তাহের-সহ নয় জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। তারপর গ্রেফতার হন বেশ কয়েকজন তৃণমূল নেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 7:17 PM IST