CBI | Nandigram: ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, এবার আসরে CBI! তুমুল শোরগোল

Last Updated:

CBI | Nandigram: নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে আজ সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতর সিপিটি গেস্ট হাউসে ডাকা হয়েছিল।

সিবিআই-এর তলব
সিবিআই-এর তলব
#নন্দীগ্রাম: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে হইচইয়ের মধ্যেই নন্দীগ্রামের তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই! সিবিআই-এর মামলার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের তিন তৃণমূল নেতা আবু তাহের, সেখ খুশনবি এবং সেখ আমানুল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া আদালত।
নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে আজ সিবিআই-এর হলদিয়ার অস্থায়ী দফতর সিপিটি গেস্ট হাউসে ডাকা হয়েছিল। নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, শেখ খুশনবি এবং স্থানীয় তৃণমূল নেতা শেখ আমানুল্লাকে তলব করেছিল সিবিআই।
advertisement
advertisement
ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবৎ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করেছে।
advertisement
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন অর্থাৎ গত ৩ মে নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় নন্দীগ্রামের চিল্লোগ্রাম এলাকায় গুরুতর জখম হন দেবব্রত মাইতি। এর পর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ১৩ মে দেবব্রতর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই ঘটনাতেই তাহের-সহ নয় জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। তারপর গ্রেফতার হন বেশ কয়েকজন তৃণমূল নেতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI | Nandigram: ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, এবার আসরে CBI! তুমুল শোরগোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement