Justice for Jaynagar: 'জাস্টিস ফর জয়নগর!' আদালত ফাঁসির সাজা দিতেই পোস্ট করল পুলিশ, অভিনন্দন জানালেন মমতাও

Last Updated:

এ দিন আদালতের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই জয়নগরের ঘটনার দ্রুত নিষ্পত্তির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ৷

দ্রুত জয়নগর কাণ্ডের শাস্তি ঘোষণা হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী৷
দ্রুত জয়নগর কাণ্ডের শাস্তি ঘোষণা হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী৷
আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মাস দেড়েকের মধ্যেই জয়নগরে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রীকে৷ সেই ঘটনার ৬২ দিনের মাথায় আজ জয়নগর কাণ্ডে অভিযুক্তে মৃত্যুদণ্ড ঘোষণা করল বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট৷ আরজি কর কাণ্ডে পর কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে৷
জয়নগরের ক্ষেত্রে সেই প্রশ্ন তোলার সুযোগ দেয়নি পুলিশ৷ এ দিন আদালতের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই জয়নগরের ঘটনার দ্রুত নিষ্পত্তির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ৷ আরজি কর কাণ্ডের পর ঠিক যেভাবে চিকিৎসক এবং সাধারণ মানুষের আন্দোলন থেকে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে ন্যায়বিচারের দাবি উঠেছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
এ দিন সেই সুরেই রাজ্য পুলিশের এই পোস্টের শিরোনামে লেখা হয়েছে জাস্টিস ফর জয়নগর৷ জয়নগরের ঘটনায় আদালত অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দেওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গত ৪ অক্টোবর জয়নগরে নাবালিকার নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার ৬২ দিনের মাথায় মৃত্যুদুণ্ড ঘোষণা করেছে বারুইপুর পকসো আদালত৷ দু মাসের মধ্যে এ রকম ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করার নজির রাজ্যে নেই৷ এই অসাধারণ সাফল্যের জন্য আমি পুলিশ এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি৷ মহিলাদের উপরে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, যাতে বিচার পেতে দেরি না হয় এবং কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিতও না হয়৷’
advertisement
গত ৪ অক্টোবর জয়নগরে এক নাবালিকা বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়৷ পরে একটি ক্ষেতের আল থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ৷ ধর্ষণ এবং খুনের অভিযোগে ঘটনার দিন রাতেই মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ৷ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ এ দিন অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice for Jaynagar: 'জাস্টিস ফর জয়নগর!' আদালত ফাঁসির সাজা দিতেই পোস্ট করল পুলিশ, অভিনন্দন জানালেন মমতাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement