Joynagar minor girl murder case verdict: 'মেয়েটি সবসময় ক্লাসে ফার্স্ট হত...', জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসি চেয়ে সওয়াল আইনজীবীর
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
যদিও অভিযুক্ত এ দিনও আদালতে দাঁড়িয়ে দাবি করে, সে নির্দোষ৷ মুস্তাকিন বিচারকের কাছে আবেদন করে জানায়, 'আমি এটা করিনি । আমি এই বিষয়টা জানতাম না। আমি ছাড়া বাবা মায়ের কেউ নেই।'
বারুইপুর: পুজোর ঠিক আগে গত অক্টোবর মাসে জয়নগরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য৷ দু মাসের মধ্যেই সেই ঘটনায় গতকাল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ আজই অভিযুক্তের সাজা ঘোষণা হবে৷ এ দিন আদালতে অভিযুক্তের ফাঁসির সাজার পক্ষেই সওয়াল করেন বিশেষ সরকারি আইনজীবী৷ ফাঁসির পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, ‘চতুর্থ শ্রেণির এই নাবালিকা প্রতিবছর ক্লাসে প্রথম হতো। দেশের একজন সুনাগরিক হতে পারতো। একটা ফুল নষ্ট করা হয়েছে৷’
যদিও অভিযুক্ত এ দিনও আদালতে দাঁড়িয়ে দাবি করে, সে নির্দোষ৷ মুস্তাকিন বিচারকের কাছে আবেদন করে জানায়, ‘আমি এটা করিনি । আমি এই বিষয়টা জানতাম না। আমি ছাড়া বাবা মায়ের কেউ নেই । বাবা অসুস্থ। আমি ছাড়া কেউ দেখার নেই। যদি পারেন আমাকে মাফ করবেন । অভাবের কারণে আমি কাজ করতাম। মুস্তাকিনের আইনজীবীও ফাঁসির বদলে অভিযুক্তের কারাদণ্ডের পক্ষে সওয়াল করেন৷’
advertisement
advertisement
গত অক্টোবর মাসে জয়নগরে এক নাবালিকা বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়৷ পরে একটি ক্ষেতের আল থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ৷ ধর্ষণ এবং খুনের অভিযোগে ঘটনার দিন রাতেই মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ৷ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়৷
advertisement
এ দিন সাজা ঘোষণার আগে শুনানিতে বিশেষ সরকারি আইনজীবী অভিযুক্তের ফাঁসির পক্ষে সওয়াল করতে গিয়ে বিচারককে মনে করিয়ে দেন, মুখ চেপে শ্বাসরোধ করে নৃশংস ভাবে নাবালিকাকে খুন করে মুস্তাকিন৷ মৃত্যু নিশ্চিত করতে বারে বারে মাথা ঠোকা হয়েছে শক্ত জায়গায়৷ যৌনাঙ্গ সম্পূর্ণ ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, ছোট্ট শরীরে ছিল ৪৮টি আঘাত৷
advertisement
সরকারি আইনজীবী আরও বলেন, ‘স্যর আপনি যদি ভাববেন এই অভিযুক্তকে সুযোগ দেওয়া যায়, সংশোধনের সুযোগ দেওয়া যায়, আমি ভাবছি দেওয়া যায় না । কারণ আজও ওর কোনও অনুতাপ নেই। এটা পরিকল্পনা করে খুন। এটা হঠাৎ করে খুন নয়। সাইকেলে তুলে নির্জন জায়গায় গিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে খুন করে জলে ফেলে দিল। কোনও অনুতাপ নেই অভিযুক্তর। বলছে প্রেম করতে নিয়ে এসেছিলাম৷ এই নাবালিকা ক্লাস নাইনে পড়ত। ক্লাসে প্রথম হতো। ভারতবর্ষের একজন প্রতিভাবান নাগরিক হতে পারত। মেয়েটি ডাক্তার হতে পারত, উকিল হতে পারত। বাবা মায়ের একমাত্র মেয়ে। ফুলের মতও জীবনকে মেরে ফেলা হল। শেষ করে দেওয়া হল। এটা ক্লোজ ব্লাডেড মার্ডার। এখানে ফাঁসিই সর্বোচ্চ সাজা হতে পারে। আপনার কলমের মাধ্যমে যে জাজমেন্ট বেরিয়ে আসছে সকলে সেই দিকে তাকিয়ে।’
advertisement
দু পক্ষের সওয়াল জবাবের পর এখন বিচারক কী শাস্তি ঘোষণা করেন, এখন সেদিকেই তাকিয়ে সবাই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2024 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joynagar minor girl murder case verdict: 'মেয়েটি সবসময় ক্লাসে ফার্স্ট হত...', জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসি চেয়ে সওয়াল আইনজীবীর









