Blast: ভয়ঙ্কর ঘটনা কলকাতায়! তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Blast: গতকালই আমডাঙার উলুডাঙায় জাতীয় সড়কের ধরে গ্যাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন ধরেছিল।
কলকাতা: ভয়ঙ্কর ঘটনা সিঁথিতে। প্রকাশ্যে ট্যাঙ্কার ব্লাস্ট করে মৃত্যু হল একজনের। শুক্রবার সকালে আচমকা তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। সিঁথি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে যায়। যিনি মারা গিয়েছেন, তার নাম সাগর। আর যিনি আহত, তার নাম শঙ্কর।
প্রসঙ্গত, গতকালই আমডাঙার উলুডাঙায় জাতীয় সড়কের ধরে গ্যাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন ধরেছিল। সূত্রের খবর, ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে ফ্যাক্টরির পার্শ্ববর্তী একটি বাড়িও।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ, গাছে ধাক্কা মেরে টুকরো হল গাড়ি, মুহূর্তে মৃত ৬!
advertisement
সূত্রের খবর, পরপর সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ সিলিন্ডার উড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ছে। বিস্ফোরণ এই ঘটনায় বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ ওই ফ্যাক্টরি বেআইনিভাবে চলছিল। ঘটনার প্রায় আধ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা গিয়েছে। পুলিশ পৌঁছানোর পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 12:21 PM IST