West Bengal Police DG: ভোটের আগেই রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন! রাজ্য পুলিশের নতুন ডিজি কে? ৩ নাম থেকে চূড়ান্ত হলেন যিনি!

Last Updated:

West Bengal Police DG: ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি। আর তারই মধ্যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে নতুন ডিজি কে হবেন।

রাজ্য পুলিশের নয়া ডিজি হলেন বিবেক সহায়
রাজ্য পুলিশের নয়া ডিজি হলেন বিবেক সহায়
কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ পুলিশ কর্তাকে সরিয়ে দিয়ে নতুন ডিজি নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নয়া ডিজি হলেন বিবেক সহায়।
ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি। আর তারই মধ্যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে নতুন ডিজি কে হবেন। রাজ্যের কাছে বিকেল ৫টার মধ্যে তিন জনের নাম ডিজি হিসেবে চায় কমিশন। এরপরেই নতুন ডিজির নাম ঘোষণা করা হয় কমিশন সূত্রে।
advertisement
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় গাফিলতির জেরে এর আগে দায়িত্ব থেকে সরানো হয় রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়কে। সেই জায়গায় দায়িত্বে আসেন পীযূষ পাণ্ডে। বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি (প্রভিশনাল) পদে পাঠানো হয়। তিনি আইজি (আইন শৃঙ্খলা)-র দায়িত্বও সামলান। বর্তমানে তিনি বারাকপুরের কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।
advertisement
প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে। ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ।লোকসভা ভোটে যে কোনও উপায়ে রাজ্যে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। অশান্তির ঘটনা ঘটলে তার দায়ভার রাজ্য প্রশাসনের ওপরেই বর্তাবে বলে আগেই জানিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার। চলতি মাসের শুরুতেই এই নিয়ে, নবান্নে বৈঠকে ডিজিকে সরাসরি বার্তাও দেওয়া হয়েছিল বলে, খবর সূত্রের।
advertisement
আরও বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের।পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police DG: ভোটের আগেই রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন! রাজ্য পুলিশের নতুন ডিজি কে? ৩ নাম থেকে চূড়ান্ত হলেন যিনি!
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement