WB Panchayat Election 2023: গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা! ১৮৯ জনকে সাসপেন্ড করল তৃণমূল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এর আগের দফায়, অর্থাৎ, গত ২৪ জুন নদিয়া ও দক্ষিণ দিনাজপুর আছে। নদিয়া জেলায় ২১ জন এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ১৭ জনকে সাসপেন্ড করেছে তৃণমূল।
কলকাতা: দলের তরফে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকেও গোঁজ প্রার্থীদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন৷ নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র না প্রত্যাহার করলে কড়া ব্যবস্থা নেবে দল৷ বাস্তবেও কার্যত হচ্ছে তাই৷ গত শনিবার একাধিক জেলা থেকে ৫৬ জনকে সাসপেন্ড করা হয়েছিল৷ আজ, বৃহস্পতিবারও একসঙ্গে ১৮৯ জন তৃণমূলকর্মীকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল৷
তৃণমূল নেতৃত্বের তরফে এদিন একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, কোন জেলা থেকে কত জন কর্মীকে তাঁরা দল থেকে সাসপেন্ড করছেন৷ বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জন৷ সব মিলিয়ে মোট ১৮৯ জন৷
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যপালের পক্ষেই গেল রায়! উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ‘অস্বস্তি’তে রাজ্য! কী বলল হাইকোর্ট?
এর আগের দফায়, অর্থাৎ, গত ২৪ জুন নদিয়া ও দক্ষিণ দিনাজপুর আছে। নদিয়া জেলায় ২১ জন এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ১৭ জনকে সাসপেন্ড করেছে তৃণমূল।
advertisement
প্রসঙ্গত, বিক্ষুব্ধ তৃণমূলিদের জন্য কঠোর ব্যবস্থার ইঙ্গিত আগেই দিয়েছিল তৃণমূল। তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, দলীয় টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন, তারা আজ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। প্রয়োজনে বহিষ্কার করা হবে দল থেকে। এর আগে সাগরদিঘি ব্লকের চার জনকে সাসপেন্ড করেছিল তৃণমূলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jun 29, 2023 10:36 AM IST









