'বিহারী বলে আমাকে কেউ বাংলায় অপমান করে না...', ছাতু বিক্রি করেই বাংলায় ৪৫ বছর বিহারের ইন্দ্রদেব সাউ
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Sudipta Sen
Last Updated:
খুব ছোটবেলার বাবার সঙ্গে কলকাতা এসেছিলেন। পারিবারিক অনটনের জন্যে মাত্র ১৫ বছর থেকেই কর্মের পথে পা বাড়িছিলেন ইন্দ্রদেব বাবু। এখন বিহারে তাঁর পরিবার রয়েছে, ছেলে মেয়ে রয়েছে৷
কলকাতা: জন্ম বিহারে, কর্মজীবন বাংলা। কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশের বিপরীত দিকের ফুটপাতের রাস্তা থেকে নেমে ছাতুর ব্যবসার পসরা সাজিয়ে রোজ বসেন ইন্দ্রদেব সাউ। খুব ছোটবেলার বাবার সঙ্গে কলকাতা এসেছিলেন। পারিবারিক অনটনের জন্যে মাত্র ১৫ বছর থেকেই কর্মের পথে পা বাড়িছিলেন ইন্দ্রদেব বাবু। এখন বিহারে তাঁর পরিবার রয়েছে, ছেলে মেয়ে রয়েছে৷
কলকাতায় এসএসকেএম ( SSKM ) হাসপাতালের কাছে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন ইন্দ্রদেব সাউ। আনুমানিক বছর পঁয়ষট্টির এই ভদ্রলোক ৪৫ বছর ধরে ছাতু বিক্রী করেন। মূলত ছাতুর শরবত ও ছাতু মাখানি বিক্রি করেন। ত্রিপল টাঙিয়ে, ঘাসের ওপর বসে চলে ব্যবসা। প্রতিদিন বাঙালি-অ বাঙালি প্রচুর মানুষ তাঁর বাধা খদ্দের।
advertisement
advertisement
নির্বাচনের সাত দিন আগে চলে যান নিজের বাড়ি। কারণ সেখানেই ভোটার কার্ড তাঁর। গুজরাত, ওড়িশা, হরিয়ানা-সহ বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যের মতো বিহারেও বাংলার শ্রমিকদের অপমান করা হচ্ছে, তাঁদের আটকে রাখা হচ্ছে। বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই দাবি তুলে জোরদার ইস্যু তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
advertisement
১৬ জুলাই প্রতিবাদ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যােপাধ্যায়। ইন্দ্রদেব সাউ বলছেন, “আমাকে এখানে কেউ অপমান করে না। আমার ভাষা নিয়ে কেউ কথা বলে না। আমি বাংলাকে আপনা করে নিয়েছি। বাংলাও আমাকে আপন করে নিয়েছে। নইলে ৪৫ বছর ধরে কী করে কাটালাম এই বাংলায়?”
advertisement
ইন্দ্রদেব সাউ আরও বলেন, “বাংলায় থাকতে গেলে অপমানিত হতে হয় না। জন্ম সার্টিফিকেট দিতে হয় না। হিন্দি ভাষা হলেও তাচ্ছিল্য করা হয় না। উল্টে বাংলার আনাচে কানাচে নানান ভাষাভাষীরা স্থায়ী বাসস্থান গড়ে আছেন। এখানেই বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে আলাদা বাংলা৷”
এই বাংলা ভাষার অস্মিতাকে সামনে রেখেই ২৬ এর নির্বাচনের রূপরেখা বানাচ্ছে শাসকদল তৃণমূল। সেই ইঙ্গিত মিলেছে ২১ জুলাই তৃণমূল সুপ্রিমোর ভাষণে। বিরোধীরা যাই বলুক, ইন্দ্রদেব সাউরা যখন বলেন “বাংলা আমাকে অপমান করে না” তখন বোঝা যায় বাংলায় সহমর্মিতা হারিয়ে যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 6:26 PM IST