আচমকা সেতুতে থামল ট্রেন...! পরমুহূর্তেই 2AC 'ইকোনমি' কোচে যা ঘটল, চিৎকার করে উঠলেন মহিলা যাত্রীরা, ছুটে এল জিআরপি আর আরপিএফ!

Last Updated:
Indian Railways: আচমকা ট্রেনটিতে এমন ঘটনা ঘটে যা কেউ কখনও ভাবতেও পারেনি। মুহূর্তের মধ্যে আতঙ্কে কাঁপতে শুরু করেন ট্রেন শুধু যাত্রীরা। কী হয়েছিল রাতের অন্ধকারে?
1/13
সেদিন সহরসা জংশন থেকে লখনউ হয়ে দিল্লি যাওয়ার পথে প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছিল বৈশালী এক্সপ্রেস ট্রেনটি। গঙ্গাঘাট রেল স্টেশনের পর সামনে কোনও সিগন্যাল না থাকায় ট্রেনটি থামানো হয়।
সেদিন সহরসা জংশন থেকে লখনউ হয়ে দিল্লি যাওয়ার পথে প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছিল বৈশালী এক্সপ্রেস ট্রেনটি। গঙ্গাঘাট রেল স্টেশনের পর সামনে কোনও সিগন্যাল না থাকায় ট্রেনটি থামানো হয়।
advertisement
2/13
কিন্তু তারপরেই আচমকা ট্রেনটিতে এমন ঘটনা ঘটে যা কেউ কখনও ভাবতেও পারেনি। মুহূর্তের মধ্যে আতঙ্কে কাঁপতে শুরু করেন ট্রেন শুধু যাত্রীরা। কী হয়েছিল রাতের অন্ধকারে?
কিন্তু তারপরেই আচমকা ট্রেনটিতে এমন ঘটনা ঘটে যা কেউ কখনও ভাবতেও পারেনি। মুহূর্তের মধ্যে আতঙ্কে কাঁপতে শুরু করেন ট্রেন শুধু যাত্রীরা। কী হয়েছিল রাতের অন্ধকারে?
advertisement
3/13
ট্রেন থামতেই হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত চড়াও হন নয়াদিল্লিগামী বৈশালী এক্সপ্রেস ট্রেনটির 2AC ইকোনোমি কোচে। এসি কোচেই নির্বিচারে তারা লুটপাট চালায় বলেও অভিযোগ ওঠে। ঘটনায় আতঙ্কে চিৎকার করতে থাকেন অনেক যাত্রী।
ট্রেন থামতেই হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত চড়াও হন নয়াদিল্লিগামী বৈশালী এক্সপ্রেস ট্রেনটির 2AC ইকোনোমি কোচে। এসি কোচেই নির্বিচারে তারা লুটপাট চালায় বলেও অভিযোগ ওঠে। ঘটনায় আতঙ্কে চিৎকার করতে থাকেন অনেক যাত্রী।
advertisement
4/13
মুহূর্তে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রীদের তরফে রেল কন্ট্রোল রুমে লুটপাট এবং ব্যাগ ছিনতাইয়ের খবর জানানো হয়। এরপরেই যা ঘটে তা আরও অবাক করা। উন্নাও এবং কানপুর সেন্ট্রালের জিআরপি এবং আরপিএফ একে অপরের এলাকায় ঘটনাটি রিপোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
মুহূর্তে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রীদের তরফে রেল কন্ট্রোল রুমে লুটপাট এবং ব্যাগ ছিনতাইয়ের খবর জানানো হয়। এরপরেই যা ঘটে তা আরও অবাক করা। উন্নাও এবং কানপুর সেন্ট্রালের জিআরপি এবং আরপিএফ একে অপরের এলাকায় ঘটনাটি রিপোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
5/13
ট্রেনের মহিলা যাত্রীরা অনেকেই তাঁদের পার্স এবং ব্যাগ চুরির বিষয়টি রেল কন্ট্রোল রুমে জানালেও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলেই সূত্রের খবর। একই সঙ্গে উন্নাও এবং সেন্ট্রাল স্টেশনের আরপিএফ এবং জিআরপিও ঘটনাটি একে অপরের এলাকায় ঘটেছে বলে দায় সেরে ফেলে।
ট্রেনের মহিলা যাত্রীরা অনেকেই তাঁদের পার্স এবং ব্যাগ চুরির বিষয়টি রেল কন্ট্রোল রুমে জানালেও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলেই সূত্রের খবর। একই সঙ্গে উন্নাও এবং সেন্ট্রাল স্টেশনের আরপিএফ এবং জিআরপিও ঘটনাটি একে অপরের এলাকায় ঘটেছে বলে দায় সেরে ফেলে।
advertisement
6/13
রেল সূত্রের খবর, এসি 2-এর ইকোনমি কোচে থাকা ইন্দু দেবী এবং বেবি কুমারী আরপিএফ কন্ট্রোলকে জানান যে ট্রেনটিতে ডাকাতি হয়েছে। কোচে হইচই ও শব্দ শুনে দায়িত্বে থাকা টিটিই রাজেশ কুমারও ট্রেনের নিরাপত্তা স্কোয়াডকে বিষয়টি জানান।
রেল সূত্রের খবর, এসি 2-এর ইকোনমি কোচে থাকা ইন্দু দেবী এবং বেবি কুমারী আরপিএফ কন্ট্রোলকে জানান যে ট্রেনটিতে ডাকাতি হয়েছে। কোচে হইচই ও শব্দ শুনে দায়িত্বে থাকা টিটিই রাজেশ কুমারও ট্রেনের নিরাপত্তা স্কোয়াডকে বিষয়টি জানান।
advertisement
7/13
খবর পেয়ে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা। তাঁরা পুরো ট্রেনটি তল্লাশিও করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনও ডাকাত বা মুখোশধারী দুষ্কৃতীদের দেখতে পাওয়া যায়নি গোটা ট্রেনে।
খবর পেয়ে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা। তাঁরা পুরো ট্রেনটি তল্লাশিও করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনও ডাকাত বা মুখোশধারী দুষ্কৃতীদের দেখতে পাওয়া যায়নি গোটা ট্রেনে।
advertisement
8/13
ট্রেনের এক যাত্রী, বিবেক কুমার পোদ্দার অভিযোগ করেন যে কানপুরের কাছে তাঁর বোন এবং আরও বেশ কয়েকজন মহিলা যাত্রীর পার্স চুরি হয়েছে। এই বিষয়ে ইটাওয়াতেও তদন্তও করা হয়। যদিও এখনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
ট্রেনের এক যাত্রী, বিবেক কুমার পোদ্দার অভিযোগ করেন যে কানপুরের কাছে তাঁর বোন এবং আরও বেশ কয়েকজন মহিলা যাত্রীর পার্স চুরি হয়েছে। এই বিষয়ে ইটাওয়াতেও তদন্তও করা হয়। যদিও এখনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
advertisement
9/13
ট্রেনটি নির্ধারিত সময় রাত ১১:৪০ এর পরিবর্তে দুপুর ২:২০ নাগাদ সেন্ট্রাল স্টেশনে পৌঁছয়। ট্রেনের মহিলাদের সঙ্গে কথা বলে জানা যায় যে তিনজন মুখোশধারী ব্যক্তি রাতের অন্ধকারে কোচে উঠেছিল এবং তারা অ্যালার্ম বাজিয়েছিল।
ট্রেনটি নির্ধারিত সময় রাত ১১:৪০ এর পরিবর্তে দুপুর ২:২০ নাগাদ সেন্ট্রাল স্টেশনে পৌঁছয়। ট্রেনের মহিলাদের সঙ্গে কথা বলে জানা যায় যে তিনজন মুখোশধারী ব্যক্তি রাতের অন্ধকারে কোচে উঠেছিল এবং তারা অ্যালার্ম বাজিয়েছিল।
advertisement
10/13
যদিও অভিযোগকারী মহিলা যাত্রীরা ঘটনার স্থানটিও অনুমান করতে পারেনি। কেউ কোনও লিখিত অভিযোগ জানায়নি। এর ফলে, ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়।
যদিও অভিযোগকারী মহিলা যাত্রীরা ঘটনার স্থানটিও অনুমান করতে পারেনি। কেউ কোনও লিখিত অভিযোগ জানায়নি। এর ফলে, ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
11/13
কানপুরে অপরাধ বাড়ছে:প্রসঙ্গত, কানপুরের কাছে ট্রেনে ক্রমবর্ধমান চুরির ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রাতে কানপুর এলাকা দিয়ে যাওয়া ট্রেনগুলিকে লক্ষ্য করে একটি সক্রিয় চক্র এই অপরাধগুলি ঘটিয়ে আসছে বলে অভিযোগ।
কানপুরে অপরাধ বাড়ছে:প্রসঙ্গত, কানপুরের কাছে ট্রেনে ক্রমবর্ধমান চুরির ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রাতে কানপুর এলাকা দিয়ে যাওয়া ট্রেনগুলিকে লক্ষ্য করে একটি সক্রিয় চক্র এই অপরাধগুলি ঘটিয়ে আসছে বলে অভিযোগ।
advertisement
12/13
বিশেষ ট্রেনে ল্যাপটপ ব্যাগ চুরি:আহমেদাবাদ-দরভাঙ্গা স্পেশাল ট্রেনে (০৯৪৬৫) ছায়াপুরী থেকে মুজাফফরপুর যাচ্ছিলেন যাত্রী প্রখর মিশ্র। এই সময় কানপুরের কাছে তাঁর ল্যাপটপ ব্যাগ চুরি হয়ে যায়। এই ঘন ঘন চুরির ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ এবং তারা রেল নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুতর অভিযোগ তুলছেন।
বিশেষ ট্রেনে ল্যাপটপ ব্যাগ চুরি:আহমেদাবাদ-দরভাঙ্গা স্পেশাল ট্রেনে (০৯৪৬৫) ছায়াপুরী থেকে মুজাফফরপুর যাচ্ছিলেন যাত্রী প্রখর মিশ্র। এই সময় কানপুরের কাছে তাঁর ল্যাপটপ ব্যাগ চুরি হয়ে যায়। এই ঘন ঘন চুরির ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ এবং তারা রেল নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুতর অভিযোগ তুলছেন।
advertisement
13/13
যাত্রীরা বলছেন যে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকের কারণেই এই দুষ্কৃতী দলগুলি নির্ভয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। রেলের কর্মকর্তারা বলছেন যে মামলার তদন্ত চলছে এবং চোরদের ধরার চেষ্টা চলছে।
যাত্রীরা বলছেন যে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকের কারণেই এই দুষ্কৃতী দলগুলি নির্ভয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। রেলের কর্মকর্তারা বলছেন যে মামলার তদন্ত চলছে এবং চোরদের ধরার চেষ্টা চলছে।
advertisement
advertisement
advertisement