West Bengal News: সংক্রমণে শীর্ষে রাজ্যের 'পাঁচ' জেলা! ডেঙ্গি ভাবাচ্ছে নবান্নকে, জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আগামিকাল

Last Updated:

West Bengal News: ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। পরপর দু সপ্তাহে ডেঙ্গি সংক্রমণের তথ্য নিয়ে এবার জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন।

ডেঙ্গি নিয়ে দফায় দফায় বৈঠক রাজ্যের
ডেঙ্গি নিয়ে দফায় দফায় বৈঠক রাজ্যের
#কলকাতা: কাল ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকল। সব সিএমএইচ ও ডিএম দের নিয়ে। বৈঠক এর নেতৃত্ব দেবেন সাস্থ্য সচিব।পাশাপাশি কোভিড ভ্যাকসিন-সহ একাধিক ইস্যুতে বৈঠক। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমন চিন্তার জায়গায়। হাওড়া ও কলকাতা নিয়ে চিন্তিত নবান্ন। তার জেরেই এই বৈঠক ডাকা হল বলে নবান্ন সূত্রে খবর। নবান্নের শীর্ষ মহলের নির্দেশে এই বৈঠক ডাকলেন স্বাস্থ্য সচিব।
ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। পরপর দু সপ্তাহে ডেঙ্গি সংক্রমণের তথ্য নিয়ে এবার জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন। শুধু তাই নয়, ২০২০, ২০২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা নিয়েই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে এলাকায় এলাকায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বিশেষ ড্রাইভ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
সরকারি তথ্য বলছে গত ১১ ই অগাস্ট থেকে ১৭ ই অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনের। শুধু তাই নয়, নবান্নের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে গত ১৭ই অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটি ৪১৮৪। যা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। নবান্ন সূত্রে খবর, বিশেষভাবে পাঁচটি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।
advertisement
হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে হাওড়া জেলাতে ১০৭ জন, উত্তর ২৪ পরগনা জেলাতে ৮৭ জন, কলকাতাতে ৭৪ জন, হুগলিতে ৭০ জন ও জলপাইগুড়িতে ৩৩ জন এখনও পর্যন্ত আক্রান্ত ডেঙ্গিতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: সংক্রমণে শীর্ষে রাজ্যের 'পাঁচ' জেলা! ডেঙ্গি ভাবাচ্ছে নবান্নকে, জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আগামিকাল
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement