Calcutta High Court: ছমাস ধরে সাংসদ নেই বসিরহাটে, দ্রুত উপনির্বাচন চেয়ে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে

Last Updated:

Basirhat by election: বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা বসিরহাট ভোটারদের, দ্রুত নির্বাচনের দাবি করে মামলা দায়ের করেছেন ভোটাররা।

কলকাতা হাই কোর্ট
কলকাতা হাই কোর্ট
কলকাতা: বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা বসিরহাট ভোটারদের, দ্রুত নির্বাচনের দাবি করে মামলা দায়ের করেছেন ভোটাররা।
বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন ৬ মাস আগে। নির্বাচন কমিশন ভোট কবে হবে ওই লোকসভা কেন্দ্রে সেই নিয়ে এখনও কিছু জানায়নি। শীঘ্রই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
আবেদনকারী গৌতম রায়-সহ ১৪ জন এলাকার বাসিন্দা। ভারতীয় সংবিধানের ১৫১ (এ) অনুচ্ছেদ অনুযায়ী কোনও কেন্দ্রে সর্বোচ্চ ৬ মাস সাংসদ পদ শূন্য থাকলে  জাতীয়  নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে উপনির্বাচন করা। এক্ষেত্রে গত ৬ মাস ধরে ওই কেন্দ্র সাংসদ শূন্য রয়েছে। ফলে এলাকার মানুষ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।  সাংসদ তহবিল থেকে উন্নয়নমূলক কাজ থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।
advertisement
advertisement
২০২৪ সালের ৭ মে জাতীয় নির্বাচন কমিশন ওই কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে। ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম জয়ী হন। ২৫ সেপ্টেম্বর মৃত্যু হয় হাজি নুরুল ইসলামের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: ছমাস ধরে সাংসদ নেই বসিরহাটে, দ্রুত উপনির্বাচন চেয়ে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement