Calcutta High Court: ছমাস ধরে সাংসদ নেই বসিরহাটে, দ্রুত উপনির্বাচন চেয়ে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Basirhat by election: বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা বসিরহাট ভোটারদের, দ্রুত নির্বাচনের দাবি করে মামলা দায়ের করেছেন ভোটাররা।
কলকাতা: বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা বসিরহাট ভোটারদের, দ্রুত নির্বাচনের দাবি করে মামলা দায়ের করেছেন ভোটাররা।
বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন ৬ মাস আগে। নির্বাচন কমিশন ভোট কবে হবে ওই লোকসভা কেন্দ্রে সেই নিয়ে এখনও কিছু জানায়নি। শীঘ্রই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
আবেদনকারী গৌতম রায়-সহ ১৪ জন এলাকার বাসিন্দা। ভারতীয় সংবিধানের ১৫১ (এ) অনুচ্ছেদ অনুযায়ী কোনও কেন্দ্রে সর্বোচ্চ ৬ মাস সাংসদ পদ শূন্য থাকলে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে উপনির্বাচন করা। এক্ষেত্রে গত ৬ মাস ধরে ওই কেন্দ্র সাংসদ শূন্য রয়েছে। ফলে এলাকার মানুষ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাংসদ তহবিল থেকে উন্নয়নমূলক কাজ থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।
advertisement
advertisement
২০২৪ সালের ৭ মে জাতীয় নির্বাচন কমিশন ওই কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে। ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম জয়ী হন। ২৫ সেপ্টেম্বর মৃত্যু হয় হাজি নুরুল ইসলামের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2025 2:33 PM IST










