মাধ্যমিকে ফের জেলার জয়, কমল পাশের হার, জেনে নিন রেজাল্ট

Last Updated:

রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় বুধবার ঠিক ৯টায় ফল ঘোষণা করেন সল্ট লেকের নিবেদিতা ভবনে ৷ প্রতি বছরের মতো এ বছরেও জেলার জয়জয়কার ৷

#কলকাতা: রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় বুধবার ঠিক ৯টায় ফল ঘোষণা করেন সল্ট লেকের নিবেদিতা ভবনে ৷ প্রতি বছরের মতো এ বছরেও জেলার জয়জয়কার ৷ মেধা তালিকায় কোনওক্রমে টিঁকে রয়েছে তিলোত্তমা ৷ তবে এ বছর উল্লেখযোগ্য ভাল ফলাফল করে তালিকার একেবারে প্রথম সারিতে উঠে এসেছে উত্তরবঙ্গ ৷ ভাল ফলাফল করে নজর কেড়েছে নতুন জেলা কালিম্পংও ৷ প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷ দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক এ বছর মাধ্যমিকের ফলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি-
• এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷
• ছাত্রের থেকে ছাত্রীর পরীক্ষার্থী ছিল ১১.৯১% বেশি ৷
advertisement
• এর মধ্যে সফল হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজীর ৫৬৪ জন ৷
• এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷
• আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি ৷ শেষ হবে ২২ ফেব্রুয়ারি ৷
• সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷
• দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) ৷
advertisement
• তৃতীয় হয়েছে কলকাতা (৯১.১১%) ৷
• প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷
• তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷
• দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷
• তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷
• সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলাব্জ দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকে ফের জেলার জয়, কমল পাশের হার, জেনে নিন রেজাল্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement