West Bengal Governor: সিআরপিএফ ও ইডির আধিকারিদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Governor: রাজ্যের থেকে ৫ দফা প্রশ্নের উত্তর এদিন চেয়েছেন রাজ্যপাল।
কলকাতা: রবিবার রাজ্যপাল সিআরপিএফ ও ইডির উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে গোপনীয় বৈঠক করেন। বৈঠকে শেখ শাহজানে গ্রেফতার না হওয়ার জন্য পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইডির আধিকারিকদের ওপর শেখ শাহজাহানের অনুগামীদের মারধরের ঘটনায় পুলিশ লুকোচুরি খেলা বন্ধ করুক। সবাই জানে কে চোর, কে পুলিশ, এই রাজ্যপাল সতর্ক করেন পুলিশকে।
রাজ্যের থেকে ৫ দফা প্রশ্নের উত্তর এদিন চেয়েছেন রাজ্যপাল। সেই প্রশ্নগুলি হল, ১) রেশন দুর্নীতি নিয়ে কী পদক্ষেপ করেছে রাজ্য ২)শেখ শাহজাহান কেন গ্রেফতার হল না? ৩) শেখ শাহজাহান ভারতে, নাকি সীমান্ত পেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন? ৪) আইন শৃঙ্খলার অবনতির জন্য কারা দায়ী? ৫)যে সব পুলিশকর্মী তাঁদের কাজ পালনে ব্যর্থ, সেই সব অফিসারদের কী শাস্তি দেওয়া হবে?
advertisement
advertisement
এর আগে সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ ইডি অফিসার আহত হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন৷ এ বার রাজ্যের কাছে সেই নিয়েই আরও বিস্তারিত জানতে চাইলেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 11:11 PM IST