La Ganesan: হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন! চিন্তায় চেন্নাই

Last Updated:

West Bengal Governor: উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান লা গণেশন।

অসুস্থ লা গণেশন
অসুস্থ লা গণেশন
#চেন্নাই: অসুস্থ পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। জানা গিয়েছে, তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বেও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। সূত্রের খবর শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান লা গণেশন। সূত্রের খবর, চেন্নাইতে গিয়ে শারীরিক অস্বস্তি বোধ করেন তিনি। এরপরই তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। তবে বর্তমানে তাঁরা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন তাঁর পরিচিতরা।
১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুতে জন্ম গণেশনের। তিনি তামিলনাড়ু বিজেপির শীর্ষনেতা ছিলেন। আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। তারপর ধাপে ধাপে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান হয়। পরবর্তী সময় তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বে আসেন। এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
La Ganesan: হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন! চিন্তায় চেন্নাই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement