‘বিসর্জন আটকানোর ইচ্ছা নেই কিন্তু, অশান্তি হলে লাভ কার?' উৎসবে চক্রান্তের অভিযোগ মমতার
Last Updated:
‘বিসর্জন আটকানোর ইচ্ছা নেই কিন্তু, অশান্তি হলে লাভ কার?' উৎসবে চক্রান্তের অভিযোগ মমতার
#কলকাতা: বিসর্জন নিয়ে হাইকোর্টের নির্দেশের পর মুখ খুললেন মুখ্যমন্ত্রীর। একাদশীর দিন পুজো বিসর্জন হয় না। অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। বিসর্জন আটকানোর কোনও ইচ্ছা নেই। কিন্তু, অশান্তি বাধলে লাভ কার হবে? সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হিংসা ছড়াতে সোশ্যালসাইটে উসকানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। নাম না করে বিজেপি নেতাদের নিশানা করেছেন মমতা। যদিও পুজো ও বিসর্জন নিয়ে সরাসরি বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, গোটা বিষয়টির পিছনে পাকা মাথার চক্রান্ত রয়েছে। তারাই রাজ্যের বদনাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উৎসবের সময় হিংসা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। মিথ্যে বলে সোশ্যাল সাইটে ফাঁদ পাতা হচ্ছে। মানুষে-মানুষে ভেদাভেদের চক্রান্ত চলছে বলে ষড়যন্ত্রের অভিযোগ মমতার করেন তিনি ৷ একইসঙ্গে গুজবের ফাঁদে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2017 9:16 AM IST