West Bengal Government: গ্রামে গ্রামে সবুজ শ্রী প্রকল্পের প্রচারে জোর! রাজ্য বন দফতরের বিশেষ অভিযান

Last Updated:

স্বচ্ছতা বাড়াতে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কাঠ বিক্রির সমস্ত নিলাম এখন ইলেকট্রনিক (ই-অকসন) মাধ্যমে করছে এবং ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালে কাঠ বিক্রয়ের প্রাপ্ত অর্থ থেকে যথাক্রমে ৭৭.৯৩ কোটি টাকা ও ৭৩.৪৮ কোটি টাকা রাজ্যের কোষাগারে জমা দিয়েছে।

কলকাতা: পরিবেশ দূষণ রোধে রাজ্য বন দফতরের সবুজশ্রী ও উৎকর্ষ বাংলা প্রকল্প ভীষণ ভাবে কাজ করছে বলে জানাল প্রশাসন। ২০১১ থেকে ২০২৩-এর সাফল্য এবার প্রচারে তুলে আনল রাজ্য বন দফতর। সবুজশ্রী প্রকল্পের প্রচারে তাদের পরিসংখ্যান হল, সবুজশ্রী হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প যেখানে রাজ্যের প্রতিটি নবজাতক শিশুর পরিবারের সদস্যকে তার নিজের জমিতে রোপণ করার জন্য একটি বাণিজ্যিকভাবে লাভজনক গাছের চারা উপহার দেওয়া হয়। এই প্রকল্পের লক্ষ্য হল প্রতিটি শিশুর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যে বন আচ্ছাদন বাড়িয়ে তোলা।
২০১৬ সালের মে মাসে এই প্রকল্পের সূচনা থেকে ২০২৩-এর জুলাই মাস পর্যন্ত সদ্যোজাত শিশুর পরিবারের সদস্যদের প্রতি বছর গড়ে মোট আট লক্ষ গাছের চারা দেওয়া হয়েছে। অন্যদিকে, উৎকর্ষ বাংলা, যৌথ বন পরিচালন ব্যবস্থার পরিসংখ্যান তুলে ধরে তারা জানাচ্ছে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কর্তৃক কাঠ বিক্রি থেকে প্রাপ্ত লভ্যাংশে যৌথ বন পরিচালন কমিটির (JFMC) সদস্যদের অংশীদারিত্ব ২৫% থেকে ৪০% বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
advertisement
আরও পড়ুন: নিজের হোয়াটস অ্যাপ নম্বর সবার সামনে দিয়ে দিলেন শুভেন্দু, পাল্টা চাইলেন শুধু একটা জিনিস
স্বচ্ছতা বাড়াতে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কাঠ বিক্রির সমস্ত নিলাম এখন ইলেকট্রনিক (ই-অকসন) মাধ্যমে করছে এবং ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালে কাঠ বিক্রয়ের প্রাপ্ত অর্থ থেকে যথাক্রমে ৭৭.৯৩ কোটি টাকা ও ৭৩.৪৮ কোটি টাকা রাজ্যের কোষাগারে জমা দিয়েছে।
advertisement
advertisement
২০২২-২৩ সালে রাজ্যের যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের মধ্যে ৪০% পর্যন্ত শেয়ার, যার পরিমাণ ৪২.৬২ কোটি টাকা প্রদান করা হয়েছে। উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, সক্রিয়ভাবে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
এই প্রকল্পের মাধ্যমে যৌথ বন পরিচালনা কমিটির সদস্যদের কর্মসংস্থানের উদ্দেশ্যে নানাবিধ উদ্যোগ সম্বন্ধীয় দক্ষতার বিকাশ গড়ে তোলা হয়। যৌথ বন পরিচালনা কমিটির সদস্যদের এই প্রকল্পের মাধ্যমে সুগন্ধি গাছের চাষ, মধু প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ, ভার্মি-কম্পোস্ট, সুপুরি গাছের থালা তৈরি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Government: গ্রামে গ্রামে সবুজ শ্রী প্রকল্পের প্রচারে জোর! রাজ্য বন দফতরের বিশেষ অভিযান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement