Suvendu Adhikari: নিজের হোয়াটস অ্যাপ নম্বর সবার সামনে দিয়ে দিলেন শুভেন্দু, পাল্টা চাইলেন শুধু একটা জিনিস

Last Updated:

আর এবার কোতুলপুরের সভামঞ্চ থেকে স্থানীয় মানুষজনকে নিয়ে নিজেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর অঙ্গীকার নেন শুভেন্দু৷ সরব হন কয়লা চুরি নিয়েও।

কোতুলপুর: নিজের হোয়াটসঅ্যাপ নম্বর জনসমক্ষে ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, জানালেন, এর পিছনে কারণ শুধু একটাই৷ জনসভার মঞ্চ থেকে শুভেন্দু বললেন, তাঁর এই নম্বরে যেন বালি চুরির যাবতীয় ছবি পাঠানো হয়। কোথায়, কী ভাবে বালিচুরি হচ্ছে, সে সম্পর্কে তথ্য প্রমাণ সংগ্রহ করতেই তাঁর এই উদ্যোগ বলে জানান তিনি৷ বাঁকুড়ার কোতুলপুরের সভামঞ্চ থেকে পুলিশ এবং শাসকদলকে তীব্র নিশানা করে শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেদিনই আপনারা আমার হোয়াটসঅ্যাপে বালি চুরির ছবি ও তথ্য পাঠাবেন, তার পরের দিনই আমি চোর ধরতে পৌঁছে যাব সেখানে।’’
শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে কোতুলপুরে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করার অভিযোগ তুলেছিলেন তিনি৷ স্থানীয় মানুষজনকে সেই সমস্ত ছোট ছোট ‘চোর’-দের ধরার কার্যত নিদান দেন শুভেন্দু। বাকিদের ধরে জেলে ভরার দায়িত্ব তাঁর উপরে ছেড়ে দেওয়ার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে।
advertisement
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
আর এবার কোতুলপুরের সভামঞ্চ থেকে স্থানীয় মানুষজনকে নিয়ে নিজেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর অঙ্গীকার নিলেন শুভেন্দু অধিকারী৷ সরব হন কয়লা চুরি নিয়েও।
advertisement
আরও পড়ুন: শীতের শুরুতেই সাগরে ঘনাচ্ছে জোড়া ঘূর্ণি! তুমুল বৃষ্টি আসছে বলে.. জানুন আপডেট
শনিবার কোতুলপুরের সভা থেকে রীতিমতো পুলিশকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার পুলিশ সুপারের নির্দেশেই জেলাজুড়ে বেআইনিভাবে বালি পাচার রমরমিয়ে চলছে বলেও এদিন দাবি করেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটের সময় ওই পুলিশ সুপারকে ‘গ্যারাজ’ করার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর ঘোষণা, ‘‘আগামী ১১ ডিসেম্বর বাঁকুড়ার এসপি অফিস ঘেরাও অভিযান করব।’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: নিজের হোয়াটস অ্যাপ নম্বর সবার সামনে দিয়ে দিলেন শুভেন্দু, পাল্টা চাইলেন শুধু একটা জিনিস
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement