#কলকাতা: নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখছে ডিভিশন বেঞ্চ। ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রীর সুপারিশে গঠিত নিয়োগ সংক্রান্ত বিশেষ কমিটির পাঁচ সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশও করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শুধু তাই নয়, আজই সন্ধে ছ'টার মধ্যে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিককে৷ এদিকে, এমন কি, তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে। ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আইনজীবীদের আলোচনা শুরু। এসএসসি নবম-দশম ও গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের।
আরও পড়ুন: কংগ্রেসকে বিরাট ধাক্কা, হার্দিক প্যাটেলকে নিয়ে দেশজুড়ে শোরগোল! এবার কী হবে?
এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন দফতরের আধিকারিকদের সঙ্গে। আজই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ লক্ষ্মী টুংগার দায়ের করা মামলায় এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: নিম্নমুখী হচ্ছে বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে সাবধান! এগুলি মাথায় রাখুন..
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি। কারণ এত বড় মাপের দুর্নীতি নাম জড়ানো কেউ মন্ত্রিসভায় থাকুক, তা ভাল দৃষ্টান্ত তৈরি করে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Partha Chatterjee, SSC