পঞ্চায়েতে রাজ্যের সুপ্রিম জয়ে বিরোধীদের ব্যাখ্যা
Last Updated:
আজ থেকেই প্রশাসনের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে
#কলকাতা: অবশেষে কেটেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত মামলার যাবতীয় জট ৷ বিরোধীদের দায়ের করা মামলার জয় পেয়েছে রাজ্য সরকার ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ (২০,১৫৯ আসনে) আর ভোট নয় পরিষ্কার করেছে শীর্ষ আদালত ৷ এই জয়ে সুপ্রিয় কোর্টে রাজ্য সরকারের জয়জয়কার হয়েছে ৷
সুপ্রিয় কোর্টের এই রায়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেছেন তাঁদের মামলা ছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় ৷ তিনি বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস এত গায়ে মাখছে কেন ব্যাপারটি ৷ তাঁরা তাঁদের পরবর্তী পদক্ষেপ ভেবে দেখবেন বলেই জানিয়েছেন ৷
advertisement
advertisement
সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী জানিয়েছেন এই রায়ে কোনও নতুনত্ব নেই ৷ রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই ৷ আদালতের রায়ই শেষ কথা নয় যা জানিয়েছ শীর্ষ আদালত ৷
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটে শাসকদলের সন্ত্রাসের কথা জানিয়ে অভিযোগ করেছেন ৷ তিনি নিজের মত করে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ব্যাখ্যাও দিয়েছেন ৷ তবে এই রায়ে নৈতিক জয় হয়েছে বলেই রাজ্য সরকারের মনে করা হচ্ছে ৷
তবে আজকের এই রায়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ ধুলিস্যাত করে রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সেটা আর বলার অপেক্ষা রাখেনা ৷ আজ থেকেই প্রশাসনের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2018 1:14 PM IST