সুপ্রিম রায়ে কাটল পঞ্চায়েত জট, দ্রুত ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের পথে প্রশাসন
Last Updated:
এর ফলে আর ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনে আর বাধা রইল না
#কলকাতা: পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষেই রায় দান শীর্ষ আদালতের ৷ প্রধান বিচারপতির এজলাসে আজ এই সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিয় কোর্ট গত মে মাসেই এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট শেষ হয়েছে ৷ ফলাফল বেরিয়েছিল ১৫ মে ৷ প্রায় ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি ৷ যেই আসনগুলিতে ভোট হয়নি সেই সমস্ত আসনে আর নতুন করে ভোট নয় ৷
কার্যত এর থেকে বিরোধীদের দায়ের করা মামলায় এই রায় দান করেছে দেশের শীর্ষ আদালত ৷ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের
advertisement
advertisement
পক্ষে রায় যাওয়াতেই নির্বাচনের পক্ষে আর ফলাপল ঘোষণায় আর কোনও বাধা থাকল না ৷
সুপ্রিম কোর্টের এই রায়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন বিজেপির উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া ৷ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন ছেলে বিরোধীরা ছেলে মানুষের মত কাজ করেছে ৷ এর থেকে শিক্ষা নেওয়া উচিত বিরোধীদের ৷
advertisement
আরও পড়ুন : Atal Bihari Vajpayee : কপিলমুনির আশ্রমে প্রয়াত বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া, গঙ্গাসাগরে অস্থি বিসর্জন
এর ফলে আর ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনে আর বাধা রইল না ৷ ফলত এই মামলার গেরোয় আটকে ছিল পঞ্চায়েত বোর্ড গঠন ৷ এবার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলেই দ্রুততার সঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠন শুরু করবে প্রশাসন ৷
view commentsLocation :
First Published :
August 24, 2018 11:29 AM IST