#কলকাতা: পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষেই রায় দান শীর্ষ আদালতের ৷ প্রধান বিচারপতির এজলাসে আজ এই সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিয় কোর্ট গত মে মাসেই এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট শেষ হয়েছে ৷ ফলাফল বেরিয়েছিল ১৫ মে ৷ প্রায় ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি ৷ যেই আসনগুলিতে ভোট হয়নি সেই সমস্ত আসনে আর নতুন করে ভোট নয় ৷
আরও পড়ুন : পঞ্চায়েত মামলার রায় : সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা বিরোধীদের, জয় রাজ্য সরকারের
কার্যত এর থেকে বিরোধীদের দায়ের করা মামলায় এই রায় দান করেছে দেশের শীর্ষ আদালত ৷ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের পক্ষে রায় যাওয়াতেই নির্বাচনের পক্ষে আর ফলাপল ঘোষণায় আর কোনও বাধা থাকল না ৷
সুপ্রিম কোর্টের এই রায়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন বিজেপির উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া ৷ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন ছেলে বিরোধীরা ছেলে মানুষের মত কাজ করেছে ৷ এর থেকে শিক্ষা নেওয়া উচিত বিরোধীদের ৷
আরও পড়ুন : Atal Bihari Vajpayee : কপিলমুনির আশ্রমে প্রয়াত বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া, গঙ্গাসাগরে অস্থি বিসর্জন
এর ফলে আর ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনে আর বাধা রইল না ৷ ফলত এই মামলার গেরোয় আটকে ছিল পঞ্চায়েত বোর্ড গঠন ৷ এবার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলেই দ্রুততার সঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠন শুরু করবে প্রশাসন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election Result 2018, BJP, Congress, Cpim, Election Commission, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, Supreme Court, TMC, TMC Bengal Election Result, WB Panchayat Election Result, West Bengal Panchayat Election Result, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, বাংলার নির্বাচনের ফলাফল ২০১৮, বাংলার নির্বাচনের রেজাল্ট