Firhad Hakim: শহরের স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারের মানোন্নয়নে জোর রাজ্যের, দ্রুত শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি

Last Updated:

বিধানসভায় তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম জানান, শহরের নাগরিকদের স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মুহূর্তে রাজ্যে তাঁর দফতরের আওতায় রয়েছে ৯৮৩টি উপস্বাস্থ্য কেন্দ্র।

শহরের স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারের মানোন্নয়নে জোর রাজ্যের
শহরের স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারের মানোন্নয়নে জোর রাজ্যের
আবীর ঘোষাল, কলকাতা: নগরোন্নয়ন দফতরের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন শূন্যপদের কারণে পরিষেবায় কিছু সমস্যা হচ্ছে। তাই দ্রুত শূণ্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধানসভায় তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম জানান, শহরের নাগরিকদের স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মুহূর্তে রাজ্যে তাঁর দফতরের আওতায় রয়েছে ৯৮৩টি উপস্বাস্থ্য কেন্দ্র।
এ ছাড়া ২২২টি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ও ৪৫টি স্পেশালিটি আউটডোর সেন্টার। তিনি আরও জানান, এই মুহূর্তে রাজ্যে তার দফতরের আওতায় রয়েছে ৪২টি মাতৃসদন, যার বেড সংখ্যা ৭১৬টি। ২০২১-২২ সালে নগরোন্নয়ন দফতরের তরফ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় আরবান হেলথ সেন্টার তৈরির বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। সেইমতো বর্তমানে রাজ্যে ৭০৩টি আরবান হেলথ সেন্টারের মধ্যে চালু রয়েছে ৫৩২টি। এর মধ্যে যেমন কিছু স্থায়ী ঠিকানায় চালু রয়েছে। আবার কতকগুলি ভাড়া করা ঠিকানায় চালু রয়েছে। মন্ত্রী জানিয়েছেন এছাড়া আরও ২০০ আরবান হেলথ সেন্টার তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে যেখানে দফতরের তরফ থেকে তা তৈরি করা হবে। তিনি জানান এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই মুহূর্তে চিকিৎসকের সংখ্যা ১৬৯১ এবং নার্সের সংখ্যা ৭৪৭ জন।
advertisement
advertisement
মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল শেষ পাঁচ বছরে এ ধরনের স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে। জবাবে ফিরহাদ হাকিম বলেন, ৫৩২টি হেলথ সেন্টার অ্যান্ড ওয়েলনেস সেন্টার এই মুহূর্তে স্থায়ী বা অস্থায়ী ঠিকানায় চালু রয়েছে। এছাড়া ১৭১টি এ ধরনের প্রতিষ্ঠান তৈরি রয়েছে যেগুলি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে। এইসব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বর্তমানে চিকিৎসকের শূন্যপদ রয়েছে ১০২৫ ও নার্সের ৫১২টি।
advertisement
এই শূন্যপদ পূরণের বিষয়েও মন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্ত্রী জানিয়েছেন, আপাতত গোটা বিষয়টি অর্থ দফতরের মঞ্জুরীর অপেক্ষায় রয়েছে। তবে এই মুহূর্তে এই স্বাস্থ্য কেন্দ্রগুলি চালানোর জন্য অস্থায়ী চিকিৎসক নিয়োগের পথে হাঁটছে দফতর। তাদের মাধ্যমেই এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে লোক সংখ্যার কমে সমস্যা রয়েছে তা মোকাবিলা করা হবে। এদিন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার এই হেলথ সেন্টার বা ওয়েলনেস সেন্টারগুলিতে নাইট গার্ড ও সুইপারের অভাবের বিষয় উল্লেখ করেন। মন্ত্রী স্পষ্ট ভাষায় তাঁকে জানিয়ে দেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট পুরসভাকেই নিতে হবে। সব কিছু সরকারের পক্ষে করা সম্ভব নয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: শহরের স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারের মানোন্নয়নে জোর রাজ্যের, দ্রুত শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement