Sobhita Dhulipala: সবে বিয়ের মাত্র ২ মাস হয়েছে, আর এর মধ্যেই নববধূ শোভিতার জন্য আক্কিনেনি পরিবারে এল বাঁধভাঙা খুশির খবর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Naga Chaitanya: নাগা চৈতন্য এবং শোভিতা ধূলিপালা বিয়ের পিঁড়িতে বসেছেন গত বছরের ডিসেম্বর মাসে। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য উপস্থিত হয়েছিলেন নামীদামি তারকারাও।
advertisement
নাগা চৈতন্য এবং শোভিতা ধূলিপালা বিয়ের পিঁড়িতে বসেছেন গত বছরের ডিসেম্বর মাসে। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য উপস্থিত হয়েছিলেন নামীদামি তারকারাও। নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ে চর্চার শিরোনামে উঠে এসেছে।
advertisement
advertisement
বিয়ের পরে অবশ্য ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নাগা চৈতন্য। অন্যদিকে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন শোভিতাও। ফিল্মের শ্যুটিংয়ে যেতেও দেখা যাচ্ছে তাঁকে। তবে আগে বহু ছবিতেই বেশ হট অবতারেই অবতীর্ণ হতে দেখা যেত শোভিতাকে। কিন্তু বিয়ের পর এখন থেকে আর এই ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এমনকী কানাঘুষোয় এ-ও শোনা যাচ্ছে যে, রোম্যান্টিক দৃশ্যেও আর অভিনয় করবেন না শোভিতা।
advertisement
আসলে শোভিতা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, বিয়ের পর আর এই ধরনের ছবি করবেন না। সম্প্রতি ‘থান্ডেল’ ছবির সাফল্য উদযাপনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোভিতা। সেখানে দারুণ একটি শাড়িতে স্টাইলিশ অবতারে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত বাস্তব জীবনের পাশাপাশি রুপোলি পর্দার গ্ল্যামার বা চমক থেকে একটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। আসলে তাঁর কারণে যাতে আক্কিনেনি পরিবারে কোনও সমস্যা না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। এমনটাই মনে করা হচ্ছে। যদিও শোভিতার এহেন সিদ্ধান্ত নিয়ে বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেছেন আক্কিনেনি পরিবারের ভক্তরা।
advertisement
এদিকে বিয়ে আর সংসার নিয়ে বেশ সুখীই অভিনেত্রী। তিনি বলেছেন যে, নাগা চৈতন্যকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি। বর্তমানে তাঁরা দুজনেই মধুচন্দ্রিমার পর্যায়ে রয়েছেন। বিষয়টাকে উপভোগ করছেন। এদিকে শোভিতাকে বিয়ের পর মুক্তি পেয়েছে নাগা চৈতন্যর প্রথম ছবি ‘থান্ডেল’। আর এই ছবি পেয়েছে দারুণ সাফল্য। ফলে স্বাভাবিক ভাবেই অভিনেতার পরিবারে এখন বাঁধভাঙা উচ্ছ্বাসের বাতাবরণ।